বাড়িবাংলাদেশেময়মনসিংহ বিভাগসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শেরপুর প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শেরপুর প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান

মোঃ মারুফ হোসেন শ্রীবরদী(শেরপুর)শিক্ষানবিশ প্রতিনিধি :
শ্রীবরদী উপজেলার গারো পাহাড় সীমান্তে চার সাংবাদিকের ওপর চোরাকারবারীদের হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবীতে স্মারকলিপি প্রদান করেছে শেরপুর প্রেসক্লাব। শনিবার (২৫জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট এই স্মারকলিপি প্রদান করা হয়। এসময় শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা বলেন, প্রেসক্লাবের কর্মকর্তারা আইনের উপর আস্থা রেখে আইনের প্রচলিত ধারায় হামলাকারীদের বিরুদ্ধে গত ২৩ জানুয়ারি রাতে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেন। প্রেসক্লাবের নেতৃবৃন্দ আইনের প্রতি শ্রদ্ধা রেখে মামলা ব্যাতিত অন্য কোনো কর্মসূচি গ্রহণ করেননি। কিন্তু উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে, ঘটনার তিন দিন অতিবাহিত হলেও অভিযুক্ত কাউকে আইনের আওতায় আনা হয়নি। এমন ঘটনায় সাংবাদিকরা শঙ্কিত। তাই অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনাসহ গ্রেপ্তারের দাবী জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ। এসময় শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, সাংগঠনিক সম্পাদক আবু হানিফসহ অন্যান্য কর্মকর্তা ও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments