বাড়িখুলনা বিভাগকুষ্টিয়া জেলাকুমারখালীতে "আদর্শ সমাজ প্রতিষ্ঠায় ইমাম ও খতীবদের ভূমিকা" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কুমারখালীতে “আদর্শ সমাজ প্রতিষ্ঠায় ইমাম ও খতীবদের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

রেজাউল ইসলাম পলাশ || কুমারখালি, কুষ্টিয়া প্রতিনিধি  
 কুষ্টিয়ার কুমারখালীতে “আদর্শ সমাজ প্রতিষ্ঠায় ইমাম ও খতীবদের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২৯ জানুয়ারী বুধবার দুপুরে সাংবাদিক কাঙাল হরিনাথ স্মৃতি যাদুঘর অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংস্থা “ইয়থ ডেভলপমেন্ট ফোরাম”।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফয়জুল হক। ইয়থ ডেভলপমেন্ট ফোরামের চেয়ারম্যান আশিকুল ইসলাম চপলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুমারখালী ইসলামীয়াা ফাজিল মাদ্রাসার সহকারি অধ্যাপক হাফেজ মাওলানা মোঃ জুলফিকার আলী, কুমারখালী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়াারম্যান মোঃ আফজাল হোসাইন ও মাওলানা নজরুল ইসলাম।
সাংবাদিক ও খতীব মাহমুদ শরীফের পরিচালনায় অনুষ্ঠানে ইমাম ও খতিবদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল মালেক, আকমল হোসেন, রেজাউল করীম, আব্দুল বারী পাটোয়ারী, মুফতী হাফেজ দেলোয়ার হোসেন, জহির বীন মাজেদ, আব্দুল্লাহ আল মুন্সী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা আহŸায়ক আব্দুর রহমান প্রমূখ। 
অনুষ্ঠানে কুমারখালী ও খোকসা উপজেলার প্রায় দেড়শ  ইমাম ও খতীব এতে অংশ নেন। শেষে সবাইকে উপহার দেওয়া হয়।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments