বাড়িরাজশাহী বিভাগজয়পুরহাট জেলাপাঁচবিবিতে মাদকমুক্ত যুব সমাজ গড়তে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 

পাঁচবিবিতে মাদকমুক্ত যুব সমাজ গড়তে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
মাদক নয় খেলা ধরো খেলাধুলায় জীবন গড়ো। এই স্লোগানকে সামনে রেখে মাদক মুক্ত যুব সমাজ গড়তে ও ক্রীড়াঙ্গনে উদ্বুদ্ধ করতে জয়পুরহাটের পাঁচবিবিতে আটাপুর ইউনিয়নের দিবাকরপুর গ্রামে জনকল্যাণ সংঘ ক্লাবের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সারাদিনব্যাপী বিভিন্ন ক্রিড়া প্রতিযোগিতা শেষে গত ৩১শে জানুয়ারি শুক্রবার দিবাগত রাতে  দিবাকরপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন আটাপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন।
ডাক্তার জোবায়দুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর মন্ডল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডল,থানা বিএনপির সাবেক যুগ্ন সাধারন সম্পাদক অধ্যক্ষ নওশাদ আলী,থানা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক সাইদুর রহমান ও দিবাকরপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ইবনে আইনুল ইফসি প্রমুখ। পরে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান ও বিশেষ অতিথি বৃন্দ। শেষে দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পী বৃন্দ।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments