বাড়িসিলেট বিভাগসিলেট জেলাসিলেটর ফেসবুকে কটুক্তির প্রতিবাদে সকাল সন্ধ্যা অবরোধ'র ডাক দিয়েছে তৌহিদী জনতা।

সিলেটর ফেসবুকে কটুক্তির প্রতিবাদে সকাল সন্ধ্যা অবরোধ’র ডাক দিয়েছে তৌহিদী জনতা।

নাইম আহমদ  জৈন্তাপুর গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি,
সিলেটের জৈন্তাপুরের ঐতিহ্যবাহী হরিপুর এলাকার প্রয়াত কৃতি সন্তান মুজাহিদে মিল্লাত হযরত আল্লামা শেখ আব্দুল্লাহ (রহ.) হরিপুরীকে নিয়ে  ফেইসবুকে কটুক্তির প্রতিবাদে বৃহত্তর জৈন্তার তৌহিদী জনতা  ও ময়মুরুব্বিয়ানের জরুরি বৈঠক। 
সোমবার (৩রা ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে হরিপুর বাজার মাদ্রাসা মাঠে হরিপুর বাজার মাদ্রাসার শিক্ষক মাওলানা জয়নাল আবেদীনের পরিচালনায় ও শায়খ ইসমাইল আলী (শ্যামপুরী) এর সভাপতিত্বে জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন  ও বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশন’র সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, কানাইঘাট মাদ্রাসার শায়খুল হাদিস  শায়েখ আলীম উদ্দিন (দুর্লভপুরী), জামিয়া ইসলামিয়া আয়েশা সিদ্দিকা মাদ্রাসার মুহতামিম  মাওলানা মোখলেছুর রহমান (রাজাগঞ্জী),  বন্দর বাজার জামে মসজিদের খতিব মাওলানা মুস্তাক আহমেদ খান, হরিপুর বাজার মাদ্রাসার মুহতামিম মাওলানা শায়েখ হিলাল আহমেদ, মুফতি নুরুল হক ( জকিগঞ্জী), ৫নং চতুল ইউ/পি সাবেক  চেয়ারম্যান মাওলানা আবুল হোসেন (চতুলী), ২নং জৈন্তাপুর ইউ/পি চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম,  লামনী গ্রাম মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল জব্বার, হেমু মাদ্রাসার মুহতামিম মুফতি জিল্লুর রহমান ( কাসেমী) প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন,  জৈন্তাপুর উপজেলা বিএনপির  সাবেক আহ্বায়ক  ও ৫নং ফতেপুর ইউ/পি সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন,  উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ইউ/পি চেয়ারম্যান আব্দুর রশিদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মহিবুল হক মুহিব, ৫নং ফতেপুর ইউ/পি চেয়ারম্যান রফিক আহমেদ, ইউ/পি সদস্য ইলিয়াস আলী সাজু, রফিক আহমেদ, আব্দুল মতিন,  ফারুক আহমেদ, মতিউর রহমান, বিশিষ্ট মুরব্বি আলহাজ্ব আলাউদ্দিন,  আব্দুল হক মেম্বার, নুরুল ইসলাম কলাই, আব্দুর রহিম, আনোয়ার হোসেন, জাকারিয়া,   হরিপুর বাজার ব্যাবসায়ী কমিটির সাবেক সভাপতি হেলাল আহমেদ,  মো: আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুতলিব,  যুবদল নেতা আলী হায়দার সায়মন, বিশিষ্ট ব্যবসায়ী আজিজুর রহমান,  লোকমান আহমেদ সহ বৃহত্তর জৈন্তার  সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্থরের তৌহিদী জনতা।
বক্তব্যে বক্তারা বলেন, কানাইঘাট উপজেলার ৭নং বানীগ্রাম ইউনিয়নের বড়দেশ উত্তর এলাকার বাসিন্দা ও বর্তমান শাহপরান শান্তি ভাগ এলাকায় বসবাসরত  জামাল হুসাইন নামক জনৈক কথিত ব্যক্তি  জামাত নেতাসহ তার সাঙ্গুপাঙ্গু আশফাক, জসিম উদ্দিন নামের কথিত ব্যক্তিরা  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বৃহত্তর সিলেটের স্বনামধন্য আলেমদেরকে নিয়ে  কটুক্তি কর স্ট্যাটাস দিয়েছে তার প্রতিবাদে বৃহত্তর জৈন্তার তৌহিদী জনতা আলেম সমাজ ও ময়মুরুব্বিয়ান তাদেরকে  ক্ষমা চাওয়ার আলটিমেটাম দিয়েছিলেন কিন্তু এখন পর্যন্ত তারা ক্ষমা না  চাওয়াতে  আগামী বৃহস্পতিবার  বৃহত্তর জৈন্তায় সকাল সন্ধ্যা অবরোধের ডাক দিয়াছেন  বৃহত্তর জৈন্তার  সংশ্লিষ্ট সকল ময়মুরুব্বিসহ সকল তৌহিদী জনতা  এর  মধ্যে ঐ দুর্বৃত্ত যদি জনসম্মূখে এসে ক্ষমা না চায় তাহলে বৃহত্তর সিলেট ব্যাপী কঠোর কর্মসূচি আন্দোলনের হুশিয়ারি দেন, এরপর বিকাল  ২টায় ঘন্টাব্যাপী  বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে বৈঠক’র সমাপ্তি ঘটে। 
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments