বাড়িসিলেট বিভাগমৌলভীবাজার জেলাঅবৈধ বালু উত্তোলন করায় কমলগঞ্জ উপজেলায় জরিমানা।

অবৈধ বালু উত্তোলন করায় কমলগঞ্জ উপজেলায় জরিমানা।

সদরুল ইসলাম মাসুম কমলগঞ্জ(মৌলভীবাজার)নিজস্ব প্রতিনিধি
কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নে ধলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় দেড় লক্ষ টাকা জড়িমানা
কমলগঞ্জ  উপজেলার রহিমপুর ইউনিয়নের ধর্মপুর এলাকায় ধলাই নদীর ইজারা বহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ১লক্ষ ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর এর নেতৃত্বে ভ্রাম্মমাণ আদালত পরিচালনা করে রহিমপুর ইউনিয়নের বৃন্দাবনপুর এলাকার সজীব দেবনাথকে ১লক্ষ ৫০হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিএম. সাদিক আল শাফিন।
জানা যায়, উপজেলার রহিমপুর ইউনিয়নের ধর্মপুর এলাকা থেকে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী সিন্ডিকেট অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছে। অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে লাভবান হচ্ছে প্রভাবশালী এই সিন্ডিকেট, এতে সরকার হারাচ্ছে কোটি টাকার রাজস্ব।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর জানান, ধর্মপুর এলাকায় ধলাই নদীর ইজারা বহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের জন্য ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments