
রিদুয়ানুল বারী (সন্দ্বীপ) চট্টগ্রাম
বিগত আওয়ামী লীগ শাসন আমলে বিভিন্ন সময় দেশের কারা নির্যাতিত খেলাফত মজলিসের অর্ধশত আলেম ওলামাদের বিশাল মিলনমেলা মেলা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের সন্দ্বীপে।
বুধবার ৫ ফেব্রুয়ারি রহতমপুর আদমখা পাড়ায় আসহাবে সুফফাহ মাদ্রাসা সংলগ্ন বিশাল মাঠে রহমতপুর ৩ নং ওয়ার্ডের প্রবাসী দিদারুল আলমের আয়োজনে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। সকাল ১০ টা থেকে শুরু হয়ে বিভিন্ন আলেম ওলামা রাত ১০ টা পর্যন্ত ইসলামের হাকীকতে রাষ্ট্র বিনির্মান নিয়ে বয়ান করেন। এসময় আমন্ত্রিত আলেম ওলামাদের মধ্যে উপস্থিত ছিলেন –
আল্লামা জুনায়েদ আল হাবীব,
মুফতি হাবিবুর রহমান কাসেমী
আল্লামা মামুনুল হক, মুফতি হারুন ইজহার,মুফতি সাখাওয়াত হোসেন রাজি, মুফতি জসীম উদ্দিন রহমানি
,মাওলানা হাসান জামিল, মুফতি আমির হামজা, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা মাহমুদুল হাসান গুনবী, মুফতি ফখরুল ইসলাম, মাওলানা আতাউল্লাহ আমিন,মুফতি আনিসুর রহমান আশরাফি, মুফতি আলি হাসান উসামা, মাওলানা গাজী ইয়াকুব ওসমানী, মাওলানা রফিকুল ইসলাম মাদানী, মাওলানা শামীম বিন সাঈদী,মাওলানা ইনআ’মুল হাসান ফারুকী, মাওলানা এহসানুল হক প্রমুখ।
এ সময় সন্দ্বীপ ও আশেপাশের জেলা উপজেলা থেকে হাজার হাজার ধর্মপ্রান তৌহিদী জনতা সম্মেলনে অংশ গ্রহন করেন।