বাড়িরংপুর বিভাগনীলফামারী জেলাকিশোরগঞ্জ চাঁদখানা ইউনিয়নে স্বেচ্ছাসেবকলীগের  লিফলেট বিতরন

কিশোরগঞ্জ চাঁদখানা ইউনিয়নে স্বেচ্ছাসেবকলীগের  লিফলেট বিতরন

রাশেদ নিজাম শাহ,কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি

গত ২৮ জানুয়ারি  অন্তর্বর্তী সরকারের বিপক্ষে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি বুধবার দাবির লিফলেট বা প্রচারপত্র বিলি করবে দলটি। ৬ ফেব্রুয়ারি দেশে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। ১০ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ১৬ ফেব্রুয়ারি রোববার অবরোধ এবং ১৮ই ফেব্রুয়ারি মঙ্গলবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক ‘কঠোর’ হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে  কিশোরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের থানা কমিটির সদস্য শ্রী করুনা কান্তী ও মোঃ মিস্টারের নেতৃত্বে গতকাল চাঁদখানা ইউনিয়নের চার মাথার মোড়ে মোহনলালের দোকান ও অন্যান্য দোকান এবং পথ চারীর মধ্যে লিফলেট বিতরন ও গণসংযোগ করা হয়।

এ বিষয়ে চাঁদখানা ইউনিয়ন বিএনপির সাঃসম্পাদক সাইফুজ্জামান রিয়ন বলেন,নতুন করে যে অরাজকতার সৃষ্টির পায়তারা করতেছে, হাসিনা পালিয়ে গিয়ে ইন্ডিয়ায় বসে এহেন কৌশলের আমরা  তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রশাসনের দৃষ্টি  আকর্ষণ করছি।

উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন,কোনধরনের কর্মসূচি যেন করতে না পারে প্রশাসনকে চরমভাবে দমন করা দরকার। আইনশৃঙ্খলা বাহিনীকে পদক্ষেপ নিতে হবে যারা এগুলো করতেছে দ্রুত তাদেরকে গ্রেফতার করতে হবে। 

উপজেলা বিএনপির সাঃসম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম বলেন,কয়েকদিন আগে লিফলেট বিতরণ হয়েছে আবার গতকালেও নাকি চাঁদখানায় হয়েছে আমরা জানতে পেয়েছি ব্যবস্হা গ্রহণ করতে প্রশাসনকে চাপ দিয়েছি এবং আমরা নিজেরাও খুজতেছি তাদেরকে। 

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম ও তদন্ত আঃকুদ্দুস কে মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে কল করে এ রিপোর্ট লেখা পর্যন্ত  মন্তব্য নেয়া সম্ভব হয়নি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments