
কটিয়াদী (কিশোরগঞ্জ) নিজস্ব প্রতিনিধি।
দৈনিক প্রথম বাংলার কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার প্রতিনিধি আবু সালেহ মোঃ হামিদুল্লাহর কনিষ্ঠতম সন্তান আবু আহসান তানসিব হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকালে ইন্তেকাল করেছে। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় হার্ড ফাউন্ডেশনে রেফার করে। পরবর্তীতে ঢাকা নেওয়ার পথে স্ট্রোক জনিত কারণে সেখানেই তার মৃত্যু হয়। পরিবার সূত্রে জানা যায়, যে ২০২৪ সালের জুলাই মাসে তার জন্ম হয় এবং জন্মগ্রহণের পর বিশেষজ্ঞ চিকিৎসক বিভিন্ন পরিক্ষা নিরীক্ষার মাধ্যমে জানতে পারে যে, জন্মগত ভাবে এই নবজাতক
হার্টে কিছু ত্রুটি নিয়ে জন্ম গ্রহণ করে। পরবর্তীতে গত বছরের ডিসেম্বর মাসে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় এরপর সেখান থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দীর্ঘ ১৫ দিন চিকিৎসার পর শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে রিলিজ দেওয়া হয় এবং পরবর্তীতে তার হার্টে সার্জারির পরামর্শ দেওয়া হয়। তবে গত বুধবার পূণরায় তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুদিন হাসপাতালে থাকার পর তার শারীরিক অবস্থার আরো অবনতি হলে বৃহস্পতিবার সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে আকর্ষিক ভাবে স্ট্রোক জনিত কারণে মৃত্যু বরণ করে।