বাড়িঅন্যান্যচরপাকের দহে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

চরপাকের দহে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

ইয়াসিন আরাফাত মাদারগঞ্জ ( জামালপুর)  নিজস্ব প্রতিনিধি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ৫০ কর্মীর উপস্থিতে,  জামালপুর জেলার মাদারগঞ্জ থানার, ১নং চর পাকের দহ  ইউনিয়নের ফাজিলপুর  বাইতুল নুর জামে মসজিদে   একটি   সাধারণ  সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানটি কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,  নিজামুল ইসলাম ( সান) সহ সভাপতি,  ইসলামী ছাত্রশিবির  ১ নং চর পাকেরদহ  ইউনিয়ন শাখা, প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন:  মাওলানা মো: জাহাঙ্গীর আলম , সাধার সম্পাদক , শ্রমিক কল্যান ফেডারেশন  মাদারগঞ্জ উপজেলা শাখা, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন: গোলাম রাব্বি,  H.R.D সম্পাদক ইসলামী ছাত্র শিবির   মাদারগঞ্জ উপজেলা শাখা।  আরো বক্তব্য রাখেন ,   আরিফুল ইসলাম স্পর্ট সম্পাদক ,  ইসলামী ছাত্র শিবির  মাদারগঞ্জ উপজেলা  শাখা। সঞ্চালনায়  করেন:  শিহাব আহাম্মেদ, সাহিত্য সম্পাদক, ইসলামী ছাত্রশিবির  ১ নং চর পাকেরদহ  ইউনিয়ন শাখা।
আরো বক্তব্য রাখেন খোরশেদ আলম, প্রকাশনা সম্পাদক, ইসলামী ছাত্রশিবির  ১ নং চর পাকেরদহ  ইউনিয়ন শাখা।আরো বক্তব্য রাখেন   উক্ত ইউনিয়নে শিবিরের নেতৃবৃন্দ।, তারা কুরআন হাদিসের আলোকে আলোচনা পেশ করেন।
তারা বলেন আগামীর বাংলাদেশ হবে  ইসলামের বাংলাদেশ।  সৎ ও মেধাবী যে পথে আগামীর বাংলাদেশ সে পথে। দেশকে ভালো রাখতে হলে সৎ পথে চলতে হবে। ছাত্রশিবির সৎ, দক্ষ, ও দেশপ্রেমিক নাগরিক তৈরি করতে চাই। এই স্লো-গান কে সামনে রেখে তাদের কর্মসূচি বাস্তবায়ন করেন। তারা আরো বলেন আগামি এই বাংলাদেশে কোনো বাতিল যেনো মাথা-চাড়া দিয়ে না উঠতে পারে। এই বিষয়ে ইসলামি ছাত্রশিবির সর্বোচ্চ ভূমিকা পালন করবে। 
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments