বাড়িঅন্যান্যনাসিরনগরে জেলা আইনজীবী সমিতির সভাপতিকে গণসংবর্ধনা

নাসিরনগরে জেলা আইনজীবী সমিতির সভাপতিকে গণসংবর্ধনা

ইয়াছিন চৌধুরী , নাছিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)শিক্ষানবিশ প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি এডভোকেট কামরুজ্জামান মামুনকে এক বর্ণাঢ্য গণসংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে আইনজীবী,বিশিষ্ট ব্যক্তিবর্গ ও উপজেলার ১৩ ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সোমবার (১৭ ফেব্রুয়ারী ) দুপুরে নাসিরনগর উপজেলা শিক্ষক সমিতির মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জজ কোর্ট এর জিপি এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম আবিদ। 
আয়োজকরা জানান, কামরুজ্জামান মামুন দীর্ঘদিন ধরে আইন পেশায় সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন এবং তার নেতৃত্বে সমিতি আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
নাসিরনগর উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ আব্দুল হাইয়ের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ সভাপতি এডভোকেট শামসুল হক লিটন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, জেলা কৃষক দলের আহবায়ক আবু শামীম মোঃ আরিফ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোঃ হানিফ, সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান লস্কর তপু, জেলা জাতীয়তাবাদী যুব আইনজীবী ফোরামের সভাপতি আব্দুর রহিম গোলাপসহ প্রমুখ।
সংবর্ধনার জবাবে অ্যাডভোকেট কামরুজ্জামান বলেন, নাসিরনগর বাসী আজকে আমাকে যে ভালবাসা দিয়েছে। তার জন্য আমি চিরকৃতজ্ঞ। রাষ্ট্র গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে ৩১ দফা দিয়েছেন তা সকলকে ঐক্যবদ্ধ থেকে বাস্তবায়ন করতে হবে। তিনি আরো বলেন, সুদীর্ঘ বছর ধরে বিএননপির রাজনীতি করে আসছি। আমি বিশ্বাস করি তারেক রহমানের আশিবার্দ পুষ্ট হয়ে আগামী সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন পাব।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments