
মোঃ নুরুজ্জামান রানা ,নাগরপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বাজার মনিটরিং ও ভোক্তা অধিকার অভিযান পরিচালনা করেছেন টাঙ্গাইল জেলা ভোক্তা অধিকার।
১৮ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে টাঙ্গাইল জেলা ভোক্তা অধিকারের এডিডি আসাদুজ্জামান রোমেল এর নেতৃত্বে রমজান উপলক্ষে বাজার মূল্য যাচাই, পণ্যের গুনগত মান পর্যবেক্ষণ করেন। এসময় বিক্রির উদ্দেশ্য সাজিয়ে রাখা মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য, নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য, প্রসাধনী, ঔষধ সহ বিভিন্ন পণ্য বিক্রির উদ্দেশ্যে সাজিয়ে রাখায় উপজেলার বাজারে ২টি ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে। এদের মধ্যে ঝন্টু ষ্টোরকে ১৫ হাজার ও শাপলা মেডিক্যাল হল কে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার টাঙ্গাইল। এসময় আসন্ন রমজান উপলক্ষে দ্রব্য মুল্যের মুল্যে তালিকা টাঙানো, ন্যায্য মুল্যে বিক্রয় সহ বিভিন্ন বিষয়ে সতর্ক করেন এবং ব্যবসা পরিচালনা সম্পর্কিত আইনের ধারা সম্ভলিত ও ভোক্তা অধিকার লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলার সেনেটারী ইন্সপেক্টর মো. আনোয়ার হোসেন, জেলা পুলিশের সদস্যগণ, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব) নাগরপুর উপজেলা শাখার আহ্বায়ক মো. আব্দুল্লাহ খিজির, সদস্য সচিব মো. জসিউর রহমান, যুগ্ন আহবায়ক মো. নুরুজ্জামান রানা, মো. শহিদুল ইসলাম, নাগরপুর বাজার বণিক সমিতির সভাপতি আক্তারুজ্জামান বকুল,সহসভাপতি মোঃশহিদুর রহমান, সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা, সহ সাধারণ সম্পাদক মো. মুসা মিয়া