বাড়িবাংলাদেশেঢাকা বিভাগগাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা

গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ

গাজীপুরে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে একটি শিল্প প্রতিষ্ঠান ও একজন আবাসিক গ্রাহককে ৩ লাখ টাকা জরিমানা প্রদান করা হয়েছে। তিতাস গ্যাস জোনাল বিক্রয় অফিসের উদ্যোগে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরনে পরিচালিত এক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বুধবার এ জরিমানা আদায় করা হয়। জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফজলে ওয়াহিদ  ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক অফিসের উপ-ব্যবস্থাপক প্রকৌশলী শেখ জাবের নূরানী জানান, গাজীপুরের ভাওয়াল মির্জাপুর এলাকায় একটি স্পটে ৫টি পয়েন্টে অবৈধভাবে স্থাপিত দুই ইঞ্চি ও এক ইঞ্চি ব্যাসের ২৫০ মিটার পাইপ ও ২টি বুস্টার অপসারন করে বিভিন্ন উৎসমুখ কিলিং করা হয়। এছাড়া ওই এলাকায় অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহন করায় ‘ডেকর ওয়েট প্রসেসিং’ নামক একটি শিল্প প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা ও একজন আবাসিক গ্রহককে ১ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনার সময় উপ-ব্যবস্থাপক প্রকৌশলী শেখ জাবের নূরানী, সহকারী প্রকৌশলী হাসান আল ফয়সাল ও রাকিব হাসান, সহকারী ব্যবস্থাপক সবুজ খান, সহকারী কর্মকর্তা মোঃ আল আমিন, মোঃ সোহেল রানা, জহিরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments