
সোহেল খান চৌধুরী,ব্রাহ্মনপাড়া(কুমিল্লা)নিজস্ব প্রতিনিধি
জাঁকজমকপূর্ণ পরিবেশে কুমিল্লা ব্রাহ্মণপাড়া স্বনামধন্য বিদ্যাপী ওশান হাই স্কুলে শিক্ষার্থীদের নবীন বরণ ও বার্ষিক সাংস্কৃতিক কৃতি শিক্ষার্থী বিদায় শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি অত্র স্কুল মাঠে ওশান হাই স্কুলের প্রধান শিক্ষক মো হুমায়ুন কবির স্যারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো রফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান,
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারি ভূমি সৈয়দা ফারহানা পৃথা
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো শহিদুল করিম, ব্রাহ্মণপাড়া প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক ব্রাহ্মণপাড়া বুড়িচং সংবাদের সম্পাদক সৈয়দ আহমেদ লাভলু, উপজেলা বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো মনির হোসেন,আহসান পারভেজ, এসময় উপস্থিত ছিলেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক আলআমিন, সিনিঃ শিক্ষক দিদার মোস্তফা, হুমায়ন কবির ভুইয়া, পরিচালক মো: মনির, আহসান পারভেছ, সাইফুদ্দিনসহ শিক্ষক কেফায়েত উল্লাহ, নেয়ামত উল্লাহ, ডালিম মিয়া, আসিফ খান চৌধুরী, মাওলানা সালাউদ্দিন মামুন, মোঃ জহিরুল ইসলামসহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে অতিথিরা ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করেন।