
নিজস্ব, প্রতিনিধি নীলফামারী:
বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদায় ডিমলায় ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালিত হয়েছে।
আজ অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে ডিমলা উপজেলা বিজয় চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির শ্রেষ্ঠ সন্তান ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন , উপজেলার প্রশাসন,উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠন,ছাত্রদল,যুবদল শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, । বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, হাসপাতাল , স্কুল কলেজ সহ বিভিন্ন এনজিও, ডিমলা উপজেলা প্রেসক্লাব, বাংলাদেশ প্রেস ক্লাব,প্রেসক্লাব ডিমলা, রিপোর্টার্স ইউনিটি,জাতীয় সাংবাদিক ও সকল সাংবাদিক সংগঠনের পক্ষ থেকেও শহীদ মিনারে পুষ্প মাল্য অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ডিমলা উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়া, ডিমলা থানার ওসি ফজলে এলাহী, উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন,সম্পাদক বদিউজ্জামান রানা,বৈষম্য বিরোধীর রাশেদুজ্জামান রাশেদ, ডিমলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ময়েন কবীর,সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন নাগর, সাধারণ সম্পাদক ,বাদশা প্রমানিক, যুগ্ম-সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ প্রমূখ।