বাড়িবরিশাল বিভাগবরগুনা জেলাবামনায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছেঃ

বামনায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছেঃ

মোঃ নিজাম উদ্দিন, বামনা(বরগুনা)নিজস্ব প্রতিনিধি 
২১ ফেব্রুয়ারি, রাষ্ট্রভাষা বাংলার দাবিতে পাকিস্তানি শাসকের বুলেটের সামনে দাঁড়িয়ে যারা জীবন উৎসর্গ করেছিল, যাদের আত্মত্যাগে বাঙালি পেয়েছিল ভাষার অধিকার। ফুল আর শ্রদ্ধায় তাদের স্মরণ করছে জাতি।
আজ সোমবার সারাদেশের ন্যায় বামনায় ও অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
উপজেলা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে আসা মানুষ বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষার মর্যাদা দেয়ার পাশাপাশি সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের দাবী জানায়।
মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরেই বামনা উপজেলা প্রশাসন সহ সকল দলীয় ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা ফুল নিয়ে শহীদ মিনারে আসেন। ফুলে ফুলে ভরে উঠে বাঙালির শোক আর অহংকারের এই মিনার।
২১ শের প্রথম প্রহরের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পরে সকালে প্রভাত ফেরী ও রেলী অনুষ্ঠিত হয়েছে। এর পরে বামনা উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ নিকহাত আরা, এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি মোঃ মাইনুল ইসলাম, বামনা থানা অফিসার্স ইনচার্জ মোঃ হারুন আর রশিদ, প্রকল্প বাস্তবতবায়ন কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, সদস্য সচিব বামনা উপজেলা বিএনপি মোঃ মহিদুল ইসলাম মোর্শেদ, বামনা প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু নাসের সিদ্দিক গোলাম কিবরিয়া, বামনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন মোল্লা, বামনা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ রায়হান নাজির ধলু সহ অন্যান্যরা।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments