
রাজিবুল ইসলাম,চকরিয়া(কক্সবাজার) নিজস্ব প্রতিনিধি :
লামায় নির্বিচারে পাহাড় কাটার অপরাধে ফয়সাল আহমদ নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১টায় লামা উপজেলার সরই ইউনিয়নের লম্বখোলা এলাকায় এই অভিযান চালানো হয়।
লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন অভিযানে নেতৃত্ব প্রদান করেন। অভিযানে ধৃত ফয়সাল আহমেদ (২২) রাজশাহী জেলার পুঠিয়া এলাকার হাসমত আলীর ছেলে।এই ধরনের অভিযান কেন এত বেশি গুরুত্বপূর্ণ তা জানালো পরিবেশ সচেতন ব্যক্তিবর্গরা-
পাহাড় কাটলে ভূমির প্রকৃতিক কাঠামো ক্ষতিগ্রস্ত হয়, ফলে জমির ক্ষয় এবং ভূমিধসের ঝুঁকি বাড়ে।পাহাড় কাটার কারণে বনভূমি কমে যায়, যা বাতাসের আর্দ্রতা এবং জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।পাহাড় কাটার ফলে ভূমিধস, বন্যা এবং অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকি বৃদ্ধি পায়। বিশেষ করে ভারী বর্ষণে মাটির ধস ঘটতে পারে।
পাহাড় কাটার ফলে বিভিন্ন প্রজাতির গাছপালা এবং বনজ সম্পদ ধ্বংস
হয়ে যায়, যা পরিবেশের জন্য ক্ষতিকর। বনভূমি নষ্ট হলে সেখানে বাস করা বন্যপ্রাণীর জীবনধারণে সমস্যা তৈরি হয় এবং তাদের অভ্যন্তরীণ পরিবেশের ক্ষতি হয়।পাহাড় কাটার ফলে মাটি থেকে ধুলো এবং বিষাক্ত পদার্থ মুক্ত হতে পারে, যা নদী এবং অন্যান্য জলাশয়ে গিয়ে পানি দূষণ সৃষ্টি করতে পারে।