বাড়িবরিশাল বিভাগপিরোজপুর জেলা।বিপি দিবস উদযাপন উপলক্ষে জিয়ানগরে আনন্দ রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিপি দিবস উদযাপন উপলক্ষে জিয়ানগরে আনন্দ রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মো: নাজমুল হোসেন জিয়ানগর (পিরোজপুর)   নিজস্ব প্রতিনিধি :
   পিরোজপুরের জিয়ানগরে স্কাউটস  আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অফ গিলওয়েল (বিপি) এর ১৬৮ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আনন্দ রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
উপজেলা স্কাউটস এর আয়োজনে ব্যাডেন পাওয়েল এর জন্মদিন ও বিপি দিবস উদযাপন উপলক্ষে শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে থেকে রেলি বের করে জিয়ানগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা  পরিষদের সামনে এসে শেষ হয়। 
রেলি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার, প্রশাসক ও উপজেলা স্কাউটসের সভাপতি হাসান বিন মুহাম্মদ আলী।
আরো বক্তব্য রাখেন, সহ-সভাপতি ও উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হাকিম, কমিশনার এস এম লোকমান হোসেন, সাধারণ সম্পাদক ও শিক্ষক নেতা এম.আহসানুল হক ছগির,কোষাধ্যক্ষ ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি খান মো: নাসির উদ্দিন সহ কাপ স্কাউট, ইউনিট লিডার, সাংবাদিক, শিক্ষক প্রতিনিধি, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments