বাড়িরাজশাহী বিভাগজয়পুরহাট জেলাপাঁচবিবিতে রান্নাঘর ভেঙ্গে জমি দখলের অভিযোগ

পাঁচবিবিতে রান্নাঘর ভেঙ্গে জমি দখলের অভিযোগ

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে রাস্তার জায়গা বের করতে প্রতিবেশীর রান্নাঘর ভেঙে ও গাছ গাছালি কেটে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনাটি ঘটেছে উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের পশ্চিম কড়িয়া গ্রামে।
থানায় লিখিত অভিযোগে জানা যায়,গত শনিবার সকালে পূর্ব শত্রুতার জের ধরে পশ্চিম কড়িয়া গ্রামের বিবাদী নাজমুল হুদা (এম্পিয়ার) সহ তার লোকজন একই গ্রামের অভিযোগকারী আবুল ফিরোজের বাড়ি সংলগ্ন রান্নাঘর ভেঙ্গে তছনছ করে এবং সেখানে লাগানো লটকো, কদম, মেহগনি, জলপাই ও সুপারি গাছ কেটে ফেলে উপরে নিয়ে যায়।
এ ব্যাপারে ভুক্তভোগী ২২ ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রতিকার চেয়ে পাঁচবিবি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 
গতকাল রবিবার দুপুরে সরেজমিনে গেলে ভুক্তভোগী অভিযোগকারী আবুল ফিরোজ বলেন,কড়িয়া মৌজার জে এল নং-৪১ আরএস দাগ-৬২৫ খতিয়ান নং- ৯৩ , রকম ভিটা, জমির পরিমাণ ২১ শতকের কাত তফশিল বর্ণিত সাড়ে ১৫ শতক আমার বাবার পৈত্রিক সম্পত্তির অংশ ক্রয় করে ২০ -২৫ বছর যাবত বাড়ি তৈরি করে বসবাস করে আসছি। আমার ও এলাকার লোকজনের চলাচলের জন্য বাড়ির পশ্চিম পাশ দিয়ে রাস্তা ছেড়েই বাড়ি করেছি। কিন্তু বিবাদীর উক্ত রাস্তা সহ শুধুমাত্র তাদের চলাচলের জন্য আবারো বাড়ির পূর্ব ও উত্তর পার্শ্ব নিয়ে জোরপূর্বক রাস্তা তৈরি করে নিতেই আমার স্ত্রীকে জিম্মি করে এই ভাঙচুর ও লুটপাট চালিয়েছে তারা। ইতিপূর্বেও আমার ধানের পালায় আগুন দিয়ে ক্ষতিগ্রস্ত করেছে বিবাদীরা। আমি এর বিচার চাই? 
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিবাদী নাজমুল হুদা (অ্যাম্পিয়ার) বলেন, এটা অনেক পুরনো রাস্তা ছিল। তারাই রাস্তার জায়গা দখল করে রান্নাঘর বসিয়েছে। গাছ গাছালি লাগিয়েছে। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন বলেন,আমি জানতাম না থানায় অভিযোগ হয়েছে। নিউজটা একদিন পর করেন।বিষয়টা আমি দেখছি।
 এ ব্যাপারে পাঁচবিবি থানার অফিসার্স ইনচার্জ মোঃ ময়নুল ইসলাম জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments