
কমলগঞ্জ(মৌলভীবাজার)নিজস্ব প্রতিনিধি
মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলায় মহান আল্লাহ ও রাসূলকে নিয়ে কটুক্তিকারী রাখাল রাহা এবং হাসান গালিবের গ্রেফতার ও উপযুক্ত শাস্তি মৃত্যুদন্ডের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে কমলগঞ্জ উপজেলার তাওহিদি জনতা।
(২৩ফেব্রয়ারী ২৫) বাদ আছর ভানুগাছ রেলওয়ে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চৌমুহনী চত্বরে এক সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে বিক্ষোভ মিছিল শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন , মাও হোসাইন আহমদ খালেদ, মাওঃসুয়েব আহমদ. মাও লুৎফুর রহমান জাকারিয়া. মোঃ আবদুল হাই. সভাপতিত্ব করেন মাওঃ খাইরুল ইসলাম নিজামী ৷ সমাবেশে মাওঃ হোসাইন আহমদ খালেদ বলেন, ‘মুক্ত চিন্তার নামে এ দেশে ইসলামবিদ্বেষী একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছে। সেই গোষ্ঠীরই এক ক্রীড়নক জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)-এর পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন কমিটির সদস্য রাখাল রাহা (সাজ্জাদুর রহমান) আল্লাহ ও রাসুল (সা.)-এর শানে চরম অবমাননাকর ও ধৃষ্টতাপূর্ণ শব্দ ব্যবহার করে একটি ফেসবুক পোস্ট দিয়ে দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে; যা ফৌজদারি আইন লঙ্ঘনের শামিল। আমরা অতি দ্রুত তাকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।