বাড়িবাংলাদেশেবরিশাল বিভাগলালমোহনে ১৫ লাখ টাকার অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস

লালমোহনে ১৫ লাখ টাকার অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস

অপু হাসান। লালমোহন(ভোলা)নিজস্ব প্রতিনিধি
ভোলার লালমোহন উপজেলায় মৎস্যসম্পদ ধ্বংসকারী প্রায় ১৫ লাখ টাকার অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা মৎস্য দপ্তরের বিশেষ কম্বিং অপারেশনের আওতায় উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের দিনারেরপুল সংলগ্ন বেতুয়াখালে অভিযান চালিয়ে এসব জাল উদ্ধার করা হয়। উদ্ধারের পর জনসম্মুখে আগুনে পুড়িয়ে ওইসব জাল ধ্বংস করা হয়। যার মধ্যে ২২টি রিং জাল এবং ১০টি বেহুন্দি জাল রয়েছে। এসব জালের বাজার মূল্য প্রায় ১৫ লাখ টাকা।
অভিযানে লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দ, উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান, ক্ষেত্র সহকারী মো. নেছার উদ্দিন এবং সাইফুল ইসলাম সোহাগসহ মৎস্য দপ্তর ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments