বাড়িরাজশাহী বিভাগজয়পুরহাট জেলাপাঁচবিবিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে রেনেসাঁ ক্লাব চ্যাম্পিয়ন

পাঁচবিবিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে রেনেসাঁ ক্লাব চ্যাম্পিয়ন

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
মাদক নয় খেলা ধরো খেলাধুলায় জীবন গড়- এই স্লোগানকে সামনে রেখে মাদক মুক্ত যুব সমাজ গড়তে ও ক্রীড়াঙ্গনে উদ্বুদ্ধ করতে পাঁচবিবিতে পুকুরপাড়া ছাত্র একতা ক্লাবের উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট- ২০২৫ এর জমকালো ফাইনাল খেলা আজ সোমবার বিকেলে কুসুম্বা ইউনিয়নের শালাখুর পুকুরপাড়া গ্রামের মাঠে অনুষ্ঠিত হয়েছে।
শুরুতে বল মেরে ও খেলোয়ারদের সাথে হ্যান্ডশেক করে এ ফাইনাল খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আব্দুল গফুর মন্ডল।
এ টুর্নামেন্টে মোট ১৬ টি দল অংশগ্রহণ করেছিল। দুই মাস ব্যাপী খেলা চলে।
আজ এ ফাইনাল খেলায় যে দুটি দল পরস্পর মোকাবেলা করে তারা হলো আহসান ফুটবল একাডেমি আমিরপুর বনাম রেনেসাঁ ক্লাব গোপালপুর একাদশ পাঁচবিবি ।
মিজানুর রহমানের সুন্দর ধারাভাষ্যে ৬০ মিনিটের খেলাটিতে প্রথমার্ধে ৫ মিনিটের মাথায় গোল করে ১-০ গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রেনেসাঁ ক্লাব একাদশ গোপালপুর। 
শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌধুরী মৎস্য হ্যাচারীর পরিচালক মাহমুদুল হাসান চৌধুরী।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন,জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম হোসেন মন্ডল, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সজল ও মোলামগাড়িহাট রূপালী ব্যাংকের ব্যবস্থাপক এস এম রুহুল আমিন প্রমুখ।শেষে চ্যাম্পিয়ন দলকে লক্ষাধিক টাকার বড় গরু ও রানার্সআপ দলকে মাঝারি গরু বিতরণ করেন অতিথিবৃন্দ।
সমগ্র টুর্নামেন্টের সার্বিক পরিচালনায় ছিলেন যুবনেতা ইয়ানূর ইসলাম। দীর্ঘদিন পর এ ফাইনাল খেলা দেখতে মাঠে ছুটে এসেছিল হাজার হাজার দর্শক নারী-পুরুষ।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments