বাড়িবরিশাল বিভাগঝালকাঠি জেলাকাঠালিয়ায় ৩৫ জেলেকে বকনা বাছুর বিতরণ

কাঠালিয়ায় ৩৫ জেলেকে বকনা বাছুর বিতরণ

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি:

বুধবার (২৬ ফের্রুয়ারী) উপজেলা মৎস্য অফিসের আয়োজনে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত বিভিন্ন গ্রামের ৩৫ জেলের মাঝে এ বকনা বাছুর বিতরণ করা হয়।

উপজেলা মৎস্য অফিসার নাহিদা আক্তারের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য অফিসার রবিউল ইসলাম। প্রধান অতিথি বলেন, জেলে পরিবারকে আত্মনির্ভরশীল করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাছুরগুলো লালন পালন করার মধ্যে দিয়ে প্রাপ্ত বয়স্ক গাভীতে পরিণত হবে এবং এই পরিবারগুলো বাড়তি আয় পাবে।

বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রকল্পের কর্মকর্তা মো.মনিরুল ইসলাম, মো. আসাদুজ্জামান ও উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্রসহকারি মো. নাসির উদ্দিন প্রমূখ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments