
আবু সালেহ মোঃ হামিদুল্লাহ , কটিয়াদী,(কিশোরগঞ্জ) নিজস্ব প্রতিনিধি।
কিশোরগঞ্জের কটিয়াদীতে পবিত্র মাহে রমজানের আগমন, পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় মাত্রায় রাখার দাবিতে উপজেলা জামায়াতে ইসলামী শাখার উদ্যোগে এক শান্তিপূর্ণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৫ টায় কটিয়াদী উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদারের নেতৃত্বে স্বাগত মিছিলে উপস্থিত ছিলেন, মাওঃ মাহমুদুল হাসান (সেক্রেটারি, কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামী), সাইদুল হক বিএসসি (সহকারী সেক্রেটারি, কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামী), মাওঃ জসিম উদ্দিন ( কর্মপরিষদ সদস্য, কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামী), শফিকুল ইসলাম মোড়ল (সাবেক ভাইস চেয়ারম্যান, কটিয়াদী উপজেলা), শহীদুল ইসলাম দুলাল (সভাপতি, শ্রমিক কল্যাণ ফেডারেশন, কটিয়াদী উপজেলা)। মিছিলে দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মুসল্লিদের উপস্থিতি ছিলো লক্ষ্যণীয়।
কটিয়াদী দরগাহ জামে মসজিদ গেট প্রাঙ্গন থেকে শুরু হয়ে কটিয়াদী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ের সামনে এসে মিছিলটির সমাপ্তি ঘোষণা করা হয়।