
মো: নাজমুল হোসেন জিয়ানগর( পিরোজপুর) নিজস্ব প্রতিনিধি:
আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী সাহেবের সুযোগ্য পুত্র, সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পিরোজপুর ০২ আসনের জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব শামীম সাঈদী শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পৈকখালী রিজার্ভ পুকুরের পাড় সংলগ্ন আল্লামা সাঈদী নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন।
শামীম সাঈদী তার বক্তব্যে বলেন,আল্লামা সাঈদী আজীবন কুরানের খেদমত করে গেছেন, তিনি আজীবন ন্যায়ের পক্ষে ছিলেন, কোন অন্যায়ের সাথে আপোষ করেননি। তাইতো তিনি দীর্ঘ ১৩টি বছর কিনা অপরাধে জেল খেটেছেন তবুও তিনি মাথা নত করেননি। তার মুখে ছিল হাসি, বুকে ছিল কুরআন।
আল্লামা সাঈদী ০২বার এমপি থাকা অবস্থায় কোন দুর্নীতি করেননি, কোন অনিয়মের সাথে জড়িত হননি, ব্যক্তি স্বার্থের জন্য কোন কিছুই তিনি করেননি, যার প্রমাণ এই পিরোজপুর জেলার মানুষ সহ বাংলার জনগন। তিনি আজীবন কুরানের বাণী দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছেন, বহু অমুসলিম তার দ্বীনের দাওয়াত পেয়ে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেছিলেন। তার এই জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ফ্যাসিস্ট আওয়ামী সরকার তাকে যুদ্ধাপরাধের মিথ্যা অপবাদ দিয়ে বিনা চিকিৎসায় জেলে ধুকে ধুকে মেরে ফেলেছে,তাকে চিকিৎসার নামে হত্যা করা হয়েছে, আমার পরিবারসহ বাংলার জনগণ খুনি হাসিনার বিচার চায়।
শেখ হাসিনা গুম,খুন, নির্যাতন সহ জেলে পুড়ে ও আয়না ঘরে আটকিয়ে বহু মানুষ মেরেছে,বহু পরিবারকে নিঃস্ব করেছে, আমরা এই খুনি হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে চাই। শেখ হাসিনা পালিয়ে গেলেও তার সহযোগীরা এখনো বাংলার জমিনে লুকিয়ে আছে।আমাদের সজাগ থাকতে হবে,তাদেরকে সর্বশক্তি দিয়ে প্রতিহত করতে হবে, তারা যেন মাথা চাড়া দিয়ে উঠে আমাদের ক্ষতি করতে না পারে। আল্লামা সাঈদী যে ভবিষ্যৎ বাণী করে গেছেন, তার বলা কথাগুলো আজ অক্ষরে অক্ষরে মিলে গেছে।
মাস্টার আব্দুল হক আকন ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আল্লামা সাঈদী নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মো: জাকির হোসেন আকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতে ইসলামী আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, ভান্ডারিয়া উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা আমির হোসেন খান, সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর রাজনৈতিক সেক্রেটারি রমিজ উদ্দিন কাজল প্রমুখ।