বাড়িময়মনসিংহ বিভাগজামালপুর জেলাবকশীগঞ্জে মামলা তুলে নিতে নি:সন্তান দম্পতিকে প্রাণ নাশের হুমকি, প্রতিবাদে সংবাদ সম্মেলন

বকশীগঞ্জে মামলা তুলে নিতে নি:সন্তান দম্পতিকে প্রাণ নাশের হুমকি, প্রতিবাদে সংবাদ সম্মেলন

হারুন-উর-রশীদ বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দায়েরকৃত মামলা তুলে নিতে বাদীকে প্রাণ নাশের হুমকি দেওয়ার প্রতিবাদে জামালপুরের বকশীগঞ্জে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী। 
শনিবার (১ মার্চ) দুপুর ১২ টায় বকশীগঞ্জ কামারপট্টি মোড়ে ওই সংবাদ সম্মেলন করেন খাটিয়া ডাঙ্গা গ্রামের ভুক্তভোগী মো. লাবলু মিয়া। 
সংবাদ সম্মেলনে লাবলু মিয়া বলেন, কাকিলাকুড়া ইউনিয়নের খাটিয়া ডাঙ্গা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মফিজুল হক, অফিজল হক ও আবদুল হকের কাছে ১৯৯৫ সালে ৬০ শতাংশ জমি রেওয়াজ নেই। আমি তাদের ৫০ শতাংশ জমি রেওয়াজ দেই। তাঁরা ২০১২ সালে রেওয়াজ দলিল বাতিল করতে আদালতে মামলা দায়ের করেন।
এই মামলা চলমান থাকা অবস্থায় ২০১৪ সালে তাঁরা জোর করে আমার বাড়ি ঘরে হামলা, গাছ কাটতে গেলে আমরা বাঁধা দেই। এসময় তাঁরা আমার স্ত্রীকে নির্যাতন করেন রক্তাক্ত করেন। আমি এই ঘটনায় মামলা দায়ের করি।
২০১৬ সালে আমি ও আমার স্ত্রী জীবিকার তাগিদে ঢাকায় কাজ করতে গেলে ২০১৮ সালে মফিজলের নেতৃত্বে আমার ৬০ শতাংশ জমির ওপর থাকা ঘর বাড়ি দখল ও জমি দখল করে নেন। তাদের দায়েরকৃত রেওয়াজ বাতিলের মামলায় আমি ২০২১ সালে ডিক্রি পাই। তবুও তাঁরা জমির দখল ছেড়ে দেননি। উল্টো আওয়ামী লীগের দাপট দেখিয়ে আমাকে জেলে পাঠানোর পাঁয়তারা করেন। তাঁরা জমির মামলায় হেরে আমার স্ত্রীর ওপর হামলার মামলা তুলে নিতে আমাকে চাপ প্রয়োগ করেন।
আমি নি:সন্তান হওয়ায় তাঁরা আমাকে একা পেয়ে আমাকে প্রাণ নাশের হুমকি দিয়ে যাচ্ছেন। আমি বর্তমানে মফিজল ও তাদের লোকজনের ভয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছি। আমি ও আমার স্ত্রীর জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত রয়েছি। তাই প্রশাসনের কাছে আমার নিরাপত্তা নিশ্চিত করতে ও আমার দখল করা জমি ফিরে পেতে সহযোগিতা কামনা করছি।  
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments