বাড়িবরিশাল বিভাগঝালকাঠি জেলাকাঠালিয়ায় জুলাই আন্দোলনে শহীদ পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের ইফতার সামগ্রী বিতরণ

কাঠালিয়ায় জুলাই আন্দোলনে শহীদ পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের ইফতার সামগ্রী বিতরণ

কাঠালিয়া, ঝালকাঠি। 
কাঠালিয়া প্রতিনিধিঃ জুলাই-আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুথানে নিহত ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় শহীদ দুই পরিবারের সদস্যদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম।
আজ শনিবার সকালে কাঠালিয়া উপজেলার নির্বাহী অফিসার জহিরুল ইসলাম দুই শহীদের বাড়িতে গিয়ে তাদের পরিবারের সদস্যদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন। ইফতার সামগ্রী বিতরণের সময় জুলাই-আগস্ট আন্দোলনে ঢাকায় নিহত শহীদ রাকিব হোসেন ও সুজনের পরিবারের খোজ-খবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন উপজেলা নির্বাহী অফিসার। 
উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম বলেন, পবিত্র মাজে রমজান মাসে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের যাতে কষ্ট না হয়, সে বিবেচনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ উপহার সামগ্রী দেয়া হয়েছে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments