বাড়িবাংলাদেশেময়মনসিংহ বিভাগমোঃ মারুফ হোসেন শেরপুর প্রতিনিধি  রমজানের শুরুতেই বাড়লো লেবুর দাম

মোঃ মারুফ হোসেন শেরপুর প্রতিনিধি  রমজানের শুরুতেই বাড়লো লেবুর দাম

ঝিনাইগাতী(শেরপুর)শিক্ষানবিশ প্রতিনিধি
রোজার শুরুতেই অস্থির হয়ে উঠেছে শেরপুরে লুেবর বাজার। গতকাল রোববার লেবুর হালি ছিল ৮০ টাকা। এছাড়া বেড়েছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। হাট-বাজারে সয়াবিন তেল বলতে গেলে উধাও। ঝিনাইগাতী উপজেলা সদর বাজার ঘুরে দেখা গেছে, প্রতিহালি লেবু ছোট আকারের ৮০ টাকা, মাঝারি আকারের ১০০ টাকা। এছাড়া অন্যান্য সবজি কেজিপ্রতি দাম
বেড়েছে ৫ থেকে ৭ টাকা। দাম বেড়েছে বেগুনেরও। ১০ টাকা কেজির বেগুন বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা কেজিতে। বেড়েছে মাংসের ও মুরগির দামও। এদিকে, ভোজ্যতেলের তীব্র সংকট সৃষ্টি করে চড়া দামে বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। শান্ত সিফাত নামের এক ক্রেতা বলেন, রোজার শুরুতেই বাজারে যেন আগুন লেগেছে। তেল বাজার থেকে উধাও। আমরা মধ্যবিত্ত পরিবার অসহায় হয়ে পড়েছি। ‘সবজি ব্যবসায়ী আবুল কাশেম বলেন, লেবুর সংকট থাকায় বেশি দামে কিনতে হয়েছে। এজন্য দাম একটু বেশি। তবে বেগুন ও লেবু ছাড়া অন্যসব সবজির দাম বাড়েনি।’ ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল দৈনিক ইনকিলাবকে বলেন, বাজার পরিস্থিতি ও স্বাভাবিক রাখতে নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে। এই রমজানে তদারকি আরো বাড়ানো হবে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments