
অপু হাসান। লালমোহন(ভোলা)নিজস্ব প্রতিনিধি
পশ্চিম চরউমেদ ইউনিয়ন শাখা ছাত্রদলের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপণ্য সামগ্রী ন্যায্য মূল্যে বিক্রির দোকান চালু করা হয়েছে।
গজারিয়া মধ্যে বাজার পাবলিক লাইব্রেরী সংলগ্ন একটি স্টলে রমজান মাসজুড়ে চিনি, বুট, সয়াবিন তেল, খেজুর, সেমাই, চিড়া, মুড়ি আরো বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় করবে ইউনিয়ন ছাত্রদল।
পশ্চিম চরউমেদ ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক শরীফ বেপারী বলেন, রমজান মাসকে ব্যবসার সুযোগ হিসেবে নিয়ে অসাধু ব্যবসায়ীরা পণ্যের দাম বৃদ্ধি করে এতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাহিরে দাম চলে যায়।
নিম্ন আয়ের মানুষসহ সকল ক্রেতা যাতে সঠিক মূল্যেতে পণ্য কিনতে পারেন এজন্যই ছাত্রদলের পক্ষ থেকে আমরা ন্যায্য মূল্যের দোকানের আয়োজন করেছি। মাসব্যাপী এই কার্যক্রম অব্যাহত থাকবে।।