
হাটহাজারী (চট্রগ্রাম)প্রতিনিধি
হাটহাজারী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন,উপজেলা ভূমি অফিসার। অভিযানে তিন দোকানিকে অতিরিক্ত মূল্য, মূল্য তালিকা প্রদর্শন না করায়, আল ইনসাফ মুদি দোকানকে ৫০০০টাকা বিসমিল্লাহ ষ্টোরকে ২০০০টাকা ও এক তরমুজের দোকানকে ২০০০টাকা মোট নয় হাজার টাকা জরিমানা করা হয়।
এই অভিযান অব্যহত থাকবে বলে বাজারের সকল দোকানদারদের কে সর্তক করেন।