
মো:নাজমুল হোসেন জিয়ানগর , (পিরোজপুর) নিজস্ব প্রতিনিধি :
রমজান মাস মুসলিম সম্প্রদায়ের জন্য এক আধ্যাত্মিক সময়। এই মাসে রোজা রাখা, আত্মশুদ্ধি এবং দান খয়রাত করার প্রবণতা বাড়ে। এই বিশেষ মাসে, সংগঠন বিডি ক্লিনের স্বেচ্ছাসেবকরা “পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তাদের সমাজসেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
রমজানের শুরু থেকেই বিডি ক্লিনের স্বেচ্ছাসেবকরা সামাজিক কর্মকাণ্ডে শামিল হচ্ছেন। তারা পিরোজপুর শহরের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছেন, রাস্তার আবর্জনা পরিষ্কার করছেন এবং দূষণ মুক্ত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছেন।
বিডি ক্লিন জেলা প্রতিনিধি শায়লা বলেন,সারা বছরই আমাদের কার্যক্রম থাকে তবে রমজান মাসে বিভিন্ন দোকানের সামনে ময়লা ফেলে দূষণের সৃষ্টি করে যার ফলে রোজাদারদের কষ্ট হচ্ছে, এই বিষয়টিকে মাথায় রেখে আমাদের আজকের কার্যক্রম পিরোজপুরের পুরাতন বাস স্টান্ড পরিষ্কার-পরিচ্ছন্ন করা এবং পুরো রমজান মাস জুড়ে এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
বিডি ক্লিন পিরোজপুরের স্বেচ্ছাসেবক মো: তামিম বলেন,আজ আমরা পিরোজপুর পুরাতন বাস স্টান্ডে প্লাস্টিক বর্জ্য অপসারণ করেছি, আমাদের স্বেচ্ছাসেবকেরা রোজা রেখেও এ কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন।
স্থানীয় প্রবিন মো: হালিম মৃধা বলেন,রমজানকে সামনে রেখে স্বেচ্ছাসেবকেরা ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ, সবাইকে সঙ্গে নিয়ে কাজ করছেন। তারা পুরাতন স্টান্ড পরিষ্কার করেছে। পরিবেশটা এখন সুন্দর হয়েছে, পূর্ব ময়লা থাকতো, বাস স্টান্ড থেকে চলাচল করতে কষ্ট হতো।
বিডি ক্লিনের স্বেচ্ছাসেবক ইব্রাহিম বলেন, রমজানে আমাদের স্বেচ্ছাসেবকরা বিশেষভাবে সক্রিয় রয়েছেন। আমরা বিশ্বাস করি,এই পবিত্র মাসে পরিষ্কার পরিচ্ছন্নতা ও মানবসেবার কাজ আমাদের দ্বিগুণ গুরুত্ব বহন করে।
রমজানের সময় বিডি ক্লিনের এই কর্মকাণ্ড সমাজে সচেতনতা সৃষ্টির পাশাপাশি মানবিক মূল্যবোধকেও উন্নত করছে।