
মো. ফোরকান, বাউফল (পটুয়াখালী)
পটুয়াখালীর বাউফলে যাবজ্জীবন ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. ফিরোজ নামের এক যুবককে ২২বছর পর গ্রেফতার করেছে র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এর একটি আভিযানিক দল।
আজ শুক্রবার (৭ মার্চ) সকাল ৮টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার সূর্যমনি ইউনিয়নের রহমতনগর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ফিরোজ উপজেলার সূর্যমনি ইউনিয়নের কবিরকাঠী গ্রামের বাসিন্দা মৃত মজিদ হাওলাদারের ছেলে।
ঘটনার বিবরণে জানা যায়, আসামি মো. ফিরোজ জমি সংক্রান্ত বিষয়ে ২০০৩ সালে দাঙ্গা সৃষ্টি করে ভিকটিমকে পিটিয়ে ও এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম ও মারাত্মকভাবে পায়ের রগ কেটে দেয়। ভিকটিম গুরুতর জখম প্রা্প্ত হলে ভিকটিমের স্ত্রী জোহরা বেগম বাদী হয়ে বাউফল থানায় মামলা দায়ের করেন। ২০০৩ সালে মামলা হলে অন্যান্য আসামি ধরা পরলেও আসামী ফিরোজ প্রায় ২২ বছর পলাতক ছিল।আসামী পলাতক অবস্থায় দায়রা জজ আদালত কর্তৃক ২০০৭ সালে যাবজ্জীবন কারাদন্ডসহ ৫ হাজর টাকা জরিমানাসহ দন্ডিত হয় এবং আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা হয়। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।
আসামি ফিরোজ ২০০৩ সালের বাউফল থানার ধারা ১৪৯/৩০৭/৩২৬ পেনাল কোডে অভিযুক্ত ছিলেন। যার জিআর নং ২৯৪/০৩।
গ্রেফতারকৃত আসামি ফিরোজকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাউফল থানায় হস্তান্তর করা হয়।