বাড়িসিলেট বিভাগসিলেট জেলাগোয়াইনঘাটে আন্তর্জাতিক নারী দিবস পালন

গোয়াইনঘাটে আন্তর্জাতিক নারী দিবস পালন

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি::
সিলেটের গোয়াইনঘাটে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন-নারী ও কন্যার উন্নয়ন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদের হলরুমে তথ্য আপা সাফিয়া আক্তারের সভাপতিত্বে ও শামিম আহমদের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুৃমার অধিকারী।
স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট  এপির ম্যানেজার শেলী তেরেজা কস্তা। 
এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন, বিআরডিবি কর্মকর্তা উত্তম কুমার রায়, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সচিব আব্দুল মালিক।
সভায় বিভিন্ন এনজিও, নারী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments