বাড়িবাংলাদেশেময়মনসিংহ বিভাগশেরপুরের ঝিনাইগাতীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

শেরপুরের ঝিনাইগাতীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

মোঃ মারুফ হোসেন, ঝিনাইগাতী(শেরপুর)শিক্ষানবিশ প্রতিনিধি

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল “ভবিষ্যতের জন্য সমতা”, যা নারী-পুরুষের সমান অধিকার ও সুযোগের উপর গুরুত্বারোপ করে।
উপজেলা প্রশাসন, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, এবং নারী সংগঠনগুলোর উদ্যোগে নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।
আলোচনা সভা
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দা রানী ভৌমিক। তিনি বলেন, “বর্তমান সরকার নারীর ক্ষমতায়ন ও সমতা প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। নারীদের উন্নয়ন ছাড়া টেকসই সমাজ গঠন সম্ভব নয়।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুকুনুজ্জামান, অন্যান্য জনপ্রতিনিধি ও সমাজসেবীরা। তারা নারী শিক্ষার প্রসার, কর্মসংস্থান, এবং নিরাপত্তার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
র‍্যালি ও সচেতনতামূলক কর্মসূচি
এছাড়াও নারী দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন- সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক এবং বিভিন্ন নারী সংগঠনের সদস্যরা। র‍্যালিতে অংশগ্রহণকারীরা নারী-পুরুষ সমতার লক্ষ্যে সচেতনতার বার্তা তুলে ধরেন।
নারী দিবস উদযাপনের তাৎপর্য
নারী দিবস শুধুমাত্র নারীদের সম্মান জানানোই নয়, বরং নারী-পুরুষ সমতার লক্ষ্যে আরও একধাপ এগিয়ে যাওয়ার দৃঢ় সংকল্পের প্রতিফলন হিসেবে পালন করা হয়।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments