
মোঃ মফিজুল ইসলাম,নিজস্ব প্রতিনিধি নীলফামারী:
নীলফামরীর ডোমার-ডিমলা ও নীলফামারী জেলা সদর সংযোগের একমাত্র পাকা সড়কের বুড়ি তিস্তা নদীর শৈল্যার ঘাট নামক ব্রিজের নীচ থেকে প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে দিবালোকে অবৈধভাবে বালু কেটে নিয়ে জমজমাট ব্যবসা করছে এক শ্রেণীর অসাধু বালু ব্যবসায়ী সঙ্ঘবদ্ধ চক্র । মানছে না কারো বাধা নিষেধ। ব্রিজের নীচ থেকে বালু অপসারণের ফলে ব্রিজটি হুমকির মুখে পড়েছে। অপরদিকে বুড়ি তিস্তা নদীর গতি পরিবর্তন হয়ে নদী গর্ভে চলে যাচ্ছে আবাদি জমি ও চলাচলের পাকা রাস্তা। এলাকাবাসী প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ করেও কোন প্রতিকার পাচ্ছে না । বিষয়টি কোনভাবেই আমলেই নিচ্ছে না স্থানীয় প্রশাসন।
জানা গেছে, নীলফামারী জেলার ডিমলা উপজেলা থেকে ডোমার উপজেলা ও নীলফামারী জেলা সদরে যাতায়াতের একমাত্র সংযোগ সড়কের বালাপাড়া ইউনিয়নের দক্ষিণ সুন্দর খাতার শৈল্যার ঘাট নামক স্থানে বুড়ি তিস্তা নদীর উপরে বিগত ২০১৩-২০১৪ ইং অর্থবছরে এলজিইডির অর্থায়নে প্রায় সাড়ে ৩ কোটি টাকা ব্যায়ে বুড়ি তিস্তা নদীর উপরে শৈল্যার ঘাট নামক ব্রিজটি নির্মাণ করা হয়। প্রতিনিয়ত এই সড়ক দিয়ে ডিমলা- ডোমার উপজেলা সহ নীলফামারী জেলা সদরের সহস্রাধিক লোক ও শত শত পণ্যবাহী যানবাহন চলাচল করে থাকে।
সরজমিনে গিয়ে দেখা গেছে, শৈল্যার ঘাট ব্রিজটির নীচ থেকে প্রতিদিন কমপক্ষে ১০ থেকে ১২ টি ট্রাক্টর/ট্রলি দিয়ে প্রকাশ্যে দিনদুপুরে প্রশাসনের নাকের ডগায় অবৈধভাবে বালুৃ নিয়ে যাওয়া হচ্ছে। ব্রিজের নীচ থেকে বালু-মাটি কেটে ট্রাক্টর/ট্রলি করে নিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করছেন চিহ্নিত একশ্রেণীর অসাধু বালু ব্যবসায়ী চক্র। চক্রটি এলাকার প্রভাবশালী হওয়ায় প্রকাশ্যে কেউ প্রতিবাদ করার সাহস পায় না। কেউ প্রতিবাদ করলে তাকে নানাভাবে হয়রানী সহ শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। ।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে অভিযোগ করী বলেন, এলাকার প্রভাবশালী চিহ্নিত বালু ব্যবসায়ী মোঃ বিন্নুর, মশিয়ার রহমান,বিপ্লব হোসেন ও সোহেল মেম্বার সহ অনকে ব্রিজের নীচ থেকে বালু কেটে নিজস্ব ট্রাক্টর/ট্রলিতে করে নিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করছে। আমরা অনেক চেষ্টা করেও বালু কাটা বন্ধ করতে পারি নাই। উপজেলা প্রশাসনকে একাধিকবার অভিযোগ করেও কোন লাভ হয়নি। এলাকাবাসীর দাবি অনতি বিলম্বে বুড়ি তিস্তা নদীর শৈল্যার ঘাট ব্রিজের নীচ থেকে বালু -মাটি কাটা বন্ধ করা না হলে ব্রিজটি বর্ষা মৌসুমী দেবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এলাকার সচেতন মহলের অভিমত ডিমলা উপজেলা বাসির চলাচলের একমাত্র সড়কের বুড়ি তিস্তা নদীর উপরে নির্মিত শৈল্যার ঘাট ব্রিজের নীচ থেকে বালু কাটা দ্রুত বন্ধ করে অসাধু বালু ব্যবসায়ী চক্রটিকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করছেন।এ বিষয়ে উপজেলা প্রকৌশলী শফিউল ইসলাম বলেন,বুড়ি তিস্তা নদীর শৈল্যার ঘাট ব্রিজের নিচের মাটি বা বালু অপসারণ করলে ব্রিজেটি ঝুঁকিতে পড়বে, ভবিষ্যতে নীচে দেবে গিয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা অনিবার্য । তিনি আরো বলেন,বালু কাটার কারণে ইতিমধ্যে গেল বর্ষা মৌসুম শৈল্যার ঘাট ব্রিজ এলাকায় নদীর গতি পরিবর্তন হয়ে পাকা রাস্তার প্রায় ২৫০ ফিট ভেঙ্গে নদীগর্ভে চলে যায় । এর ফলে লোকজন ও যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে জরুরী ভাবে বালুর বস্তা দিয়ে অস্থায়ী ভিত্তিতে পাকা রাস্তাটি সংস্কার করে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ । এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাসেল মিয়া জানান,বুড়ি তিস্তা নদীর শৈল্যার ঘাট ব্রিজের নীচ থেকে বালু কাটার বিষয়টি শুনেছি যারা জড়িত তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।