বাড়িবাংলাদেশেচট্টগ্রাম বিভাগশান্তিরাজ ক্যাথলিক ধর্মপল্লী ২৫ বছর  পূর্তি উদযাপন।

শান্তিরাজ ক্যাথলিক ধর্মপল্লী ২৫ বছর  পূর্তি উদযাপন।

থানচি (বান্দরবান) প্রতিনিধি: মথি ত্রিপুরা।

বান্দরবানের থানচিতে শান্তিরাজ ক্যাথলিক ধর্মপল্লী ২৫ বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী উৎসব উদযাপন করা হয়েছে।

শুক্রবার সকালে শান্তিরাজ ক্যাথলিক ধর্মপল্লী ২৫ বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী উৎসব উদযাপন করা হয়। ভক্তদের আনন্দঘন পরিবেশে ধর্মের ভাবগাম্ভীর্যের মধ্যে রজত জয়ন্তী উৎসব উদযাপন করা হয়েছে। উৎসবটি স্থানীয় ভক্তদের মধ্যে ত্রিপুরা ও খুমি আরও বিভিন্ন সম্প্রদায়ের লোকজনের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এছাড়া বিভিন্ন পাড়ার যুবক-যুবতী ও শিক্ষার্থীদের নিজ ঐতিহ্য পোশাক পরিধান করে সমাবেত লক্ষনীয় ছিল।

দুই দিনের উৎসবটি প্রার্থনা, ফলক উন্মোচন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষের পবিত্র খ্রিষ্টযাগ মাধ্যমে রজত জয়ন্তী সমাপ্তি ঘটে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খ্রিষ্টযাগ উৎসর্গ করেন, কার্ডিনাল পেট্রিক ডি রোজারিও সিএসসি। উপস্থিত ছিলেন, আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার সিএসসি, চট্টগ্রাম মেট্রোপলিটন আর্চডায়োসিস ও প্রভিন্সিয়াল ফাদার জর্জ কমল রোজারিও সিএসসি, ফাতিমা রানী ধর্মপল্লী পাল পুরোহিত ফাদার সুধীর দাশ সিএসসি, শান্তিরাজ ধর্মপল্লী পাল পুরোহিত ফাদার নিকোলাস নক্রেক সিএসসি, নিবেদিতা কুমারী মারিয়া ধর্মপল্লী পাল পুরোহিত ফাদার শীতল রোজারিও সিএসসি প্রমুখ। এছাড়া বিভিন্ন এলাকার থেকে অন্যান্য ফাদার, সিস্টার ও শিক্ষানবিস শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

শান্তিরাজ ক্যাথলিক ধর্মপল্লী বিগত ২০০০ সালে ২৯ তারিখে এই দিনে ধর্মপল্লী হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছিল। স্থানীয়দের সহায়তায় দীর্ঘ ২৫ বছরের হাঁটি হাঁটি পা পা করে ধর্মপল্লীটি অতিবাহিত হওয়ার পর আজ ধর্মের ভাবগাম্ভীর্যের মধ্যে রজত জয়ন্তী মহোৎসব উদযাপন করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments