বাড়িবাংলাদেশেবরিশাল বিভাগলালমোহন ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ও পূর্ণাঙ্গ কমিটি 

লালমোহন ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ও পূর্ণাঙ্গ কমিটি 

অপু হাসান। লালমোহন(ভোলা)নিজস্ব প্রতিনিধি
 ঢাকা নয়াপল্টনের একটি হলরুমে ঢাকাস্থ লালমোহন ফোরামের  শুভাকাঙ্ক্ষী এবং সদস্যদের  ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন লালমোহন ফোরামের সভাপতি:- জনাব কাজী মোঃ শাহে আলম ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 
বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) এর কেন্দ্রিয় সেক্রেটারি জেনারেল, ভোলা ফোরামের  জেনারেল সেক্রেটারি ,লালমোহন ফোরামের প্রধান উপদেষ্টা , বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষাবিদ ,লালমোহনের কৃতি সন্তান জনাব নিজামুল হক নাঈম । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  লালমোহন ফোরামের সহ-সভাপতি  আলমগীর হোসেন সোহাগ । লালমোহন ফোরামের সেক্রেটারি, ভোলা সমাজকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি  মোর্শেদুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি নিজামুল হক নাঈম ইফতার মাহফিলে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। লালমোহন ফোরামের পূর্ণাংগ উপজেলা কমিটি ও ইউনিয়ন কমিটি ঘোষনা করায় তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে লালমোহন ফোরামের  সফলতা কামনা করেন।
  ইফতার মাহফিলে  ফোরামের উপজেলা নেতৃবৃন্দ, ইউনিয়ন  প্রতিনিধিগন ও ছাত্র প্রতিনিধিগণ বক্তব্য রাখেন। আয়ান মাহমুদ ,  মিজানুর রহমান সিনহা, ফুয়াদুর রহমান, সালাউদ্দিন , শাহাবুদ্দিন শিহাব, রকিবুল ইসলাম রাকিব,  রাজিব, মশিউর রহমান,  নাজমুল হাসান, সাইফুল ইসলাম প্রমুখ।  সংগীত পরিবেশন করেন অনুপম শিল্পীগোষ্ঠির সহকারি পরিচালক জুবায়ের 
ফোরামের উপজেলা সভাপতি লালমোহন ফোরামের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন 
সভাপতি:- কাজী শাহে আলম 
সহ-সভাপতি আলমগীর হোসেন সোহাগ, সহ-সভাপতি শামসুদ্দিন, সহ-সভাপতি:- রায়হান মাহমুদ 
সেক্রেটারি – মোর্শেদুল ইসলাম চৌধুরী 
সহ সেক্রেটারি :- শাহাবুদ্দিন শিহাব, আবুল হাসনাত হাসনাইন , ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম। 
সাংগঠনিক সেক্রেটারি:- আয়ান মাহমুদ,  ইঞ্জিনিয়ার সালাউদ্দিন, মিজানুর রহমান সিনহা, জাফর উল্লাহ।
সহ সাংগঠনিক সেক্রেটারি:- ফুয়াদুর রহমান, সাইফুল ইসলাম, 
অর্থ সেক্রেটারি:-  আয়ান মাহমুদ 
সহ অর্থ সেক্রেটারি:- রুবেল হোসেন 
অফিস সেক্রেটারি:-  নাজিম উদ্দিন 
সহ অফিস সেক্রেটারি:- মো:  ইমরান
প্রচার ও মিডিয়া সেক্রেটারি  :- মিজানুর রহমান সিনহা 
সহ প্রচার ও মিডিয়া সেক্রেটারি:- মুরাদ 
ছাত্র  সেক্রেটারি :- নাজমুল হাসান 
সহ ছাত্র সেক্রেটারি:- আহমেদ জুনায়েদ 
সাহিত্য সেক্রেটারি:-  রকিবুল ইসলাম রাকিব 
সহ সাহিত্য সেক্রেটারি মহিউদ্দিন।
প্রকাশনা সেক্রেটারি:-  রাজীব
সহ প্রকাশনা সেক্রেটারি :-  খালিদ সাইফুল্লাহ 
সাংস্কৃতিক সেক্রেটারি:-  জুবায়ের 
সহ সাংস্কৃতিক সেক্রেটারি:- আব্দুল গনি
সমাজকল্যাণ সেক্রেটারি:- মোজাম্মেল হক
সহ সমাজকল্যাণ সেক্রেটারি:- ইকবাল মাহমুদ 
মানব সম্পদ উন্নয়ন সেক্রেটারি:- আলিফুর রহমান 
সহ মানব সম্পদ উন্নয়ন সেক্রেটার:- 
যুব সেক্রেটারি :- শাহরিয়ার ইমরান 
সহ যুব সেক্রেটারি :- আব্দুল হান্নান 
শ্রমিক কল্যাণ সেক্রেটারি হেলাল উদ্দিন 
সহ শ্রমিক কল্যাণ সেক্রেটারি:-  শাহাবুদ্দিন আহমেদ শুভ্র
আইন সেক্রেটারি:- এস আই  মিজানুর রহমান 
সহ আইন সেক্রেটারি:- মোঃ হাসান 
পেশাজীবী সেক্রেটারি:- মোঃ ফখরুল ইসলাম 
সহ পেশাজীবী সেক্রেটারি:- মেহেদী হাসান
ক্রিয়া সেক্রেটারি:- জিয়াউর রহমান 
সহ ক্রিয়া সেক্রেটারি :- হাবিবুর রহমান আজাদ। 
ওলামা সেক্রেটারি :-হা: মা: ইকবাল মাহমুদ
সহ ওলামা  সেক্রেটারি:- মো:  ইজাজ 
চিকিৎসা সেক্রেটারি :- মনিরুল ইসলাম
সহ চিকিৎসা চিকিৎসা সেক্রেটারি:-  কামরুল হাসান
পাঠাগার সেক্রেটারি:- রাসেল হোসাইন 
সহ পাঠাগার সেক্রেটারি:-  হাসনাইন আহমেদ।লালমোহনের আপামর জন সাধারণের কল্যাণার্থে সমাজকল্যাণমূলক বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনার জন্য বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments