বাড়িচট্টগ্রাম বিভাগচট্টগ্রাম জেলাপানছড়িতে অবৈধ ভাবে আনা কাঠ আটক

পানছড়িতে অবৈধ ভাবে আনা কাঠ আটক

মারুফুজ্জামান রেজা, প্রতিনিধি, পানছড়ি  : ১০ মার্চ ২০২৫,  সোমবার।
বাংলাদেশ  ভারত সিমান্ত সংলগ্ন খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার তারবন ছড়া এলাকা হতে অবৈধ  ভাবে  আনা গোল কাঠ আটক করেছে ৩ বিজিবি।

১০ মার্চ/২৫ সোমবার দুপুরে  গোপন তথ্যের ভিত্তিতে  তারবন ছড়া এলাকা হতে নাঃ সুবেঃ মোঃ মোফাজ্জল হোসেনের নেতৃত্বে  থাকা টহল দল  ১৩৫.৩১ ঘনফুট কাঠের আটক করেন। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮৩,৫০০ টাকা  হতে পারে।

৩ বিজিবি ও লোগাং জোন অধিনায়ক  লেঃ কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া, পিএসসি, এএসসি  জানান,   আটককৃত গোলকাঠ বন বিভাগের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলমান।  সীমান্ত  রক্ষায়, অবৈধ চোরাচালান ও পাচার  রোধে বিজিবির টহল ও গোয়েন্দা  নজরদারী জোরদার আছে।  দেশ মাতৃকার সেবায় সর্বদা বিজিবি মর্যাদার সাথে কাজ করে যাচ্ছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments