বাড়িচট্টগ্রাম বিভাগকক্সবাজার জেলাচকরিয়ায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকের বদলি জনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান ও ইফতারের...

চকরিয়ায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকের বদলি জনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান ও ইফতারের আয়োজন।

রাজিবুল ইসলাম, চকরিয়া (কক্সবাজার) নিজস্ব প্রতিনিধিঃ

চকরিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মোঃ ইফতেখার নাঈম মোল্লা এবং জনাব মোঃ  তরিকুল ইসলাম  এর বদলি জনিত বিদায় উপলক্ষে একটি বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অদ্য ০৯-০৩-২০২৫ ইং রবিবার সন্ধ্যা ৬ টায় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব পান্না বড়ুয়া,সহকারী প্রধান শিক্ষক জনাব আব্বাস আহম্মদ, সিনিয়র শিক্ষক জনাব আবু শোয়াইব ও জনাব মোঃ শহিদুল হক হাসান সহ সকল সহকারী ও সহযোগী শিক্ষক-শিক্ষিকা।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব পান্না বড়ুয়া, যিনি বিদায়ী শিক্ষকদের শিক্ষাজীবনের প্রশংসা করেন এবং তার কর্মময় জীবনের অবদানের জন্য তাকে বিশেষ সম্মাননা সহ উপহার সামগ্রী প্রদান করেন। প্রধান শিক্ষক বলেন, “তিনি একনিষ্ঠভাবে শিক্ষকতা করেছেন এবং শিক্ষার্থীদের প্রতি তার দায়িত্বশীলতা ও নিষ্ঠা আমাদের অনেক কিছু শিখিয়েছে। তার বিদায়ে বিদ্যালয় অনেক বড় এক অভাব অনুভব করবে।”

এছাড়াও, অনুষ্ঠানে বিদায়ী শিক্ষকগণ তাদের অনুভূতি ব্যক্ত করেন। তারা তাদের দীর্ঘ শিক্ষকতার সময়ে ছাত্র-শিক্ষকদের সঙ্গে কাটানো স্মৃতির কথা তুলে ধরেন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি তাদের গভীর ভালোবাসা এবং শ্রদ্ধা ব্যক্ত করেন। তারা  বলেন, “এটি ছিল তাদের জীবনের সেরা সময় অভিজ্ঞতা অর্জনের জন্য, এবং তারা এখানকার

 

সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের প্রতি কৃতজ্ঞ।” অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষ থেকে পবিত্র রমজান উপলক্ষে সকল 

শিক্ষক শিক্ষিকাদের জন্য ইফতারের আয়োজন করা হয় এবং 

 বিদায়ী শিক্ষকদের ক্রেস্ট ও প্রীতি উপহার তুলে দেন!

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments