
রিমল তালুকদার, ঘাটাইল (টাঙ্গাইল) শিক্ষানবিশ প্রতিনিধি:
“রুখতে ধর্ষণ, শুরু হোক গর্জন” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে দেশব্যাপী চলমান ধ”র্ষ”ণে”র প্রতিবাদে ও ধ”র্ষ”কদের সর্বোচ্চ শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঘাটাইল উপজেলার সাধারণ শিক্ষার্থীরা ।
আজ মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড় বিজয় ৭১ চত্বরে এসে শেষ হয়।
ঘাটাইল উপজেলা সাধারণ শিক্ষার্থী কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ আনন্দ মোহন কলেজ, সরকারি তিতুমীর কলেজ, জিবিজি সরকারি কলেজ, ঘাটাইল গন পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এসময় বক্তারা বলেন, যে দেশে বাবার কাছে মেয়ে নিরাপদ নয় আমরা কেমন দেশে বসবাস করছি যেখানে শিশু থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত ধর্ষণের শিকার হচ্ছে। এই ধর্ষকদের গ্রেপ্তার করে দ্রুত আইনের মাধ্যমে জনসম্মুখে প্রকাশ্যে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে।