বাড়িবরিশাল বিভাগবরগুনা জেলাআমতলীতে শত্রুতার জেড়ে বাড়ি ঘরে হামলা ও তরমুজ ক্ষেত নষ্ট করে দিয়েছে...

আমতলীতে শত্রুতার জেড়ে বাড়ি ঘরে হামলা ও তরমুজ ক্ষেত নষ্ট করে দিয়েছে প্রতিপক্ষ ।

এস এম নাসির মাহমুদ , আমতলী(বরগুনা) প্রতিনিধি: 
বরগুনার আমতলীতে  শত্রুতার জেড়ে তরমুজ ক্ষেত নষ্ট করে  দিয়েছে প্রতিপক্ষ । শুধু তরমুজ ক্ষেত ন্ষ্ট করে ক্ষান্ত হয় নি , বাড়ি ঘরে হামলা ,০৩টি গরু,০৭টি ছাগল , হাস, মুরগী ,পানি উঠানো মটর, লুট করে  নিয়ে যাওয়া সহ পানির ট্যাংকিতে বিষ দেয়ার অভিযোগ উঠেছে  উপজেলার কুকুয়া ইউনিয়নের কৃষ্ণ ্ননগর গ্রামের বেল্লাল আকন , মজিবর মুন্সি,নান্না মুন্সি, কামাল মুন্সি, জাকির আকন , বশার আকন শামিম আকন, সুজণ আকন, ফেরদৌস আকনদের  বিরুদ্ধে। দেড় একর জমির তরমুজ ন্ষ্ট করে  দিয়েছে প্রতি পক্ষের লোকেরা । 
ঘটঁনা  ঘটেছে বুধবার রাতে আবুল মুন্সির বাড়িতে । এ ব্যাপারে আমতলী থানায় আবুল মুন্সির স্ত্রী পারুল বেগম বাদী হয়ে বৃহস্পতিবার  মামলা দায়ের করেছেন । জানা গেছে বুধবার সকালে  আবুল মুন্সির বাড়ির জমিতে বেড়া দেয়াকে কেন্দ্র করে মজিবর মুন্সি গংদের সাথে আবুল মুন্সি ও তার ছেলে আতাউর্রাহর সাথে কথা কাটাকাটি হয় কথাকাটাকাটির এক পর্যাযে দুই গ্রুপের সাথে মারামরির  ঘঁটনা ঘটে  এতে বেল্লাল আকনের স্ত্রী  উম্মে হানী (৩৬) ও মতি আকন অহত হয়। এ ব্যপারে আমতলী থানায় জাকির আকন  বাদী হয়ে মামলা দায়ের করলে আবুল মুন্সি ও তার ছেলে আতাউল্লাহকে পুলিশ গ্রেফতার কওে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপোর্দ করলে কোর্ট আতাউল্লাহকে জাবিন দেয় এবং আবুল মুন্সি কে বরগুনা জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন ।এ ব্যাপারে আমতলী থানার এস, আই মো: আব্দূল আজিজ জানান এ ব্যাপরে পৃথক দুটি মামলা হয়েছে , তদন্ত চলছে । 
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments