
কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি
শুক্রবার ১৪ মার্চ বিকাল ৫ টার সময় কবিরাজের বাজারে রণচন্ডী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের রণচন্ডী ইউনিয়ন সভাপতি নাজমুল হোসেনের সভাপতিত্বে ও সাঃ সম্পাদক আনারুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন,রণচন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেন বাদশা,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ আলম বাবু,সদস্য সচিব দেবাশীষ রায়।
আরোও উপস্থিত ছিলেন, রনচন্ডী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল ইসলাম,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য পলাশ ইসলাম, আলামিন।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক রুপন হোসেন সোহাগ, নিতাই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদ রানা,মাগুরা ইউনিয়ন সভাপতি আব্দুল ওহাব সহ রণচন্ডী ইউনিয়নের নেতাকর্মীরা।
উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে ক্ষমতার বাইরে বিএনপি। পেরিয়েছে নানা চড়াই-উতরাই। এই সময়ে নেতাকর্মীদের কেউ কেউ হারিয়েছেন প্রাণ। কেউবা হয়েছেন পঙ্গু। কারও পরিবার সব হারিয়ে নিঃস্ব।
এখনো বন্দি প্রায় অনেকে। সাজা ও পরোয়ানা মাথায় নিয়ে ফেরারি জীবন-যাপন করছেন অনেক নেতাকর্মী। নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই বর্তমান সংযমের মাস বিএনপি নেতাকর্মীদের রোজা পালনের সাথে সাথে সবকিছুতে সংযম ধরে রাখতে হবে। ১৭ বছর আমরা অনেক কিছু থেকে বঞ্চিত ছিলাম প্রয়োজন হলে আরও একটি বছর বঞ্চিত থেকে কে রাষ্ট্র ক্ষমতায় বিএনপি কে আনবো ইনশাআল্লাহ। পরিশেষে বলতে চাই ধৈর্যের সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিএনপিকে রুট পর্যায়ে শক্তিশালী করার আহ্বান জানাচ্ছি।