বাড়িঢাকা বিভাগগাজীপুর জেলাকালিয়াকৈরে ট্রাক ও সিএনজি সংঘর্ষে নিহত তিন

কালিয়াকৈরে ট্রাক ও সিএনজি সংঘর্ষে নিহত তিন

নাজমুল হক, কালিয়াকৈর(গাজীপুর)নিজস্ব প্রতিনিধি 
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নামাশুলাই এলাকায় কালিয়াকৈর -মাওনা আঞ্চলিক সড়কে একটি ট্রাক ও সিএনজি চালিত অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে চালক এবং নারীসহ দুই যাত্রী মারা গেছেন। এতে আহত হয়েছেন এক যাত্রী। 
ঘটনাটি ঘটেছে শনিবার সকাল আটটায় কালিয়াকৈর ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কে।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, উপজেলার কালিয়াকৈর এলাকা থেকে ইট ভর্তি একটি ট্রাক মাওনার দিকে যাচ্ছিল। যাওয়ার পথে ট্রাকটি উপজেলার নামাশুলাই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত দ্রুতগতির অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক ওবায়দুল, অজ্ঞাতনামা এক নারী ও এক ব্যক্তির মৃত্যু হয়। এতে গুরুতরা আহত হয়েছেন এক যাত্রী। খবর পেয়ে আশপাশের লোকজন এগিয়ে এসে গুরুতরা আহত ব্যক্তিকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। 
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রিয়াদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া ট্রাকটি আটক করা গেলেও ট্রাকের চালক পালিয়ে গেছে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments