বাড়িরাজশাহী বিভাগচাঁপাইনবাবগঞ্জ জেলাবাংলাদেশের কারাগারে মৃত বিজলি কুমার রায়ের মরদেহ ভারতে স্থানান্তর 

বাংলাদেশের কারাগারে মৃত বিজলি কুমার রায়ের মরদেহ ভারতে স্থানান্তর 

আবু নাইম , বিশেষ প্রতিনিধি গোমাস্তাপুর চাঁপাইনবাবগঞ্জ
বাংলাদেশের কারাগারে কারাবন্দি ভারতীয় নাগরিক বিজলি কুমার রায়ের মরদেহ চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ফেরত পাঠানো হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) বিকালে দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে মরদেহ হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া।
 সে ভারতের বিহার রাজ্যের মুজাফফরপুরের বাসিন্দা।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, ১৩ জানুয়ারি রাজশাহী কারাগারের মাধ্যমে হাসপাতালের প্রিজন সেলে ভর্তি হয়েছিলেন বিজলি কুমার রায়।
১৫ জানুয়ারি দুপুরে তিনি  হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য তার মরদেহ হাসপাতালের হিমাঘরে রাখা হয়েছে। শুক্রবার মরদেহ ভারতে পাঠানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
ওসি গোলাম কিবরিয়া বলেন, যাবতীয় আইনি প্রক্রিয়া সম্পন্নের পর ওই ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর করা হয় ভারতীয় কর্তৃপক্ষের কাছে। এ সময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্য, পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাজশাহী কারাগারের জেলার মো. আমান উল্লাহ বলেন, বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ২০২১ সালের ২৬ জুন শরীয়তপুরে জাজিরায় আটক হয়েছিলেন বিজলি কুমার রায়।  মামলা দায়েরের পর তাকে শরীয়তপুর কারাগার থেকে ২০২২ সালে চাঁপাইনবাবগঞ্জ কারাগারে পাঠানো হয়। সেখানে বন্দি থাকা অবস্থায় তিনি অসুস্থবোধ করলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে পাঠানো হয় চিকিৎসার জন্য।
চিকিৎসারত অবস্থায় মারা যান বিজলি কুমার। আমান উল্লাহ বলেন, মৃত্যুর দিনই (১৫ জানুয়ারি) সংশ্লিষ্ট তথ্য সব দপ্তরে পাঠানো হয়। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments