বাড়িরংপুর বিভাগদিনাজপুর জেলাবীরগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

বীরগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

মো: ফেরদৌস ওয়াহিদ সবুজ,বীরগঞ্জ(দিনাজপুর)নিজস্ব প্রতিনিধি
 দিনাজপুরের বীরগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। 
শনিবার (১৫ মার্চ-২০২৫)  সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও জাতীয় পুষ্টিসেবা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ক্যাম্পেইনের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফরোজ সুলতানা লুনা  শিশুদের লাল ও নীল রংয়ের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে দিবসটির উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার  ডাঃ মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র ষ্টাফ নার্স কৃষ্ণনা রানী সাহা, এসএসিএমও মোঃ আরিফ, এমটিইপিআই মোঃ সাবুল ইসলাম,
পরিসংখ্যানবিদ,মাসুদ রানা,ষ্টোর কিপার মোঃ বায়তুল মকাররমসহ অন্যান্য কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।
এ ক্যাম্পেইনের আওতায় উপজেলায় ২৬৪টি কেন্দ্রের ৩৩ হাজার ১৬০ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
এর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশু 
মাস থেকে ১১ মাস বয়সী ৪ হাজার ১৪৫  এবং ১২-৫৯ মাস বয়সী শিশু 
এবং ১ থেকে ৫ বছর বয়সী ৩৩ হাজার ১৬০ জন। ক্যাম্পেইন সফল করতে নিয়োজিত থাকবে ১৩২ জন স্বেচ্ছাসেবক।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments