বাড়িঅন্যান্যনওগাঁর পত্নীতলায় ভুয়া ম্যাজিষ্ট্রেট পরিচয়ে চাঁদাবাজি করতে চার সাংবাদিক আটক

নওগাঁর পত্নীতলায় ভুয়া ম্যাজিষ্ট্রেট পরিচয়ে চাঁদাবাজি করতে চার সাংবাদিক আটক

সাপাহার(নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর পত্নীতলা উপজেলার আলপাকা বাজারে বিভিন্ন দোকানে ভুয়া ম্যাজিষ্ট্রেট পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে কথিত সাংবাদিক সাদেকসহ ৪ জনকে আটক করেছে পত্নীতলা থানা পুলিশ।
১৬ (মার্চ) রোববার দুপুর ১২টায় দিবর ইউনিয়নের  আলপাকা মোড়ে হোটেল এবং মুদি স্টোর সহ কিছু দোকানে ম্যাজিষ্ট্রেট সেজে
  দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করেন কথিত সাংবাদিক সাপাহার মির্জাপুর কাটাপাড়া গ্রামের ছাদেক উদ্দীন(বাহাপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ের শিক্ষক), গাঞ্জাকুড়ি গ্রামের  রায়হান আলী  , বাদ কহেন্দা সারোপাড়া গ্রামের মুক্তার হোসেন, ক্যামেরা পারসন গোডাউন পাড়ার শিমলতলি গ্রামের মোমেনুল হক আকাশ।
মোবাইল কোর্ট পরিচালনায় সময়  থানা পুলিশ/ আনসার বাহিনী তাদের সাথে না থাকায়  ভুক্তভোগী দোকানদার তরিকুল এবং পার্শ্ববর্তী দোকানদার আজিজুল ইসলামের সন্দেহ হয়।
এসময় তাৎক্ষণিকভাবে মোড়ের সমস্ত দোকানদারদের ডেকে তাদের সাথে কথা বলতে গিয়ে স্পষ্ট হয় যে তারা ভুয়া ম্যাজিস্ট্রেট ;ফলে তারা জনতার হাতে আটক হয়।
 স্থানীয় জনতা পরবর্তীতে পত্নীতলা থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যান।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments