
হাসিবুল হাসান শান্ত, বিশেষ প্রতিনিধি, পটুয়াখালী
সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের নিয়ে আয়োজন করা হয় ইফতার মাহফিল। উক্ত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জেলা বিএনপির অন্যতম সদস্য জনাব মাকসুদ আহম্মেদ বায়েজিদ পান্না মিয়া। উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এটিএম মোজাম্মেল হোসেন তপনসহ জেলা বিএনপির ও অন্যান সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উক্ত ইফতার মাহফিলে গনতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা ও দেশের মানুষের কল্যাণের জন্য দোয়া-মুনাজাত ও ইফতার বিতরণ করা হয়।