
মো:জাবেদুল আনোয়ার, জেলা নিজস্ব প্রতিনিধি কক্সবাজার।
কক্সবাজারে (১৬ মার্চ) রবিবার বিকাল ৩ টায় অভিজাত হোটেল মিডিয়া ইন্টারন্যাশনালে “কক্সবাজার গ্র্যাজুয়েট প্রেসক্লাবের” উদ্যোগে আইনশৃঙ্খলা, যানজট ও সুশাসন নিশ্চিত করতে সুশীল সমাজের করণীয় শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গ্র্যাজুয়েট প্রেস ক্লাবের যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ মোহাম্মদ ম্যাক্সের সঞ্চালনায় ও আহবায়ক রফিকুল ইসলামের সভাপতিত্বে উক্ত প্রোগ্রামে বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত ব্যক্তিবর্গ।
বক্তারা জেলার আইনশৃঙ্খলা, যানজট ও সুশাসন নিয়ে নিজেদের অভিমত ব্যক্ত করেন।
বক্তব্যে তারা বলেন, বাংলাদেশের রাজধানী ঢাকার পরে কক্সবাজার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি শহর। এই শহর দেশের অর্থনীতির একটি শক্তিশালী স্তম্ভ।
ট্যুরিস্ট পুলিশ রিজিয়নের পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান বলেন, দেশের রাজস্ব আয়ে এই শহরের ভূমিকা অপরিহার্য। দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিভিন্ন দেশের পর্যটকরা এখানে অবস্থান করে থাকেন।
জেলা পুলিশের মুখপাত্র অতি: পুলিশ সুপার জসীম উদ্দিন চৌধুরী বলেন, কক্সবাজার একটি গুরুত্বপূর্ণ শহর। এখানে আইনশৃঙ্খলা বজায় রাখা ও পর্যটকদের নিরাপত্তা দেওয়া খুবই জরুরি। সম্প্রতি ই-বাস টার্মিনাল করে পর্যটকদের নিরাপদ যাত্রার ব্যবস্থা করা আমাদের কর্তব্য।
তিনি বলেন, বিভিন্ন দেশে ট্রাফিক আইন না মানলে বা নির্দিষ্ট রাস্তা ব্যবহার না করলে তাকে জরিমানার আওতায় আনা হয়। আমাদের দেশে যদি এমন ব্যবস্থা গ্রহণ করা যায় তাহলে যানজট কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এতে বক্তারা অভিমত ব্যক্ত করে বলেন, অনিয়ন্ত্রিত ট্রাফিক ব্যবস্থা চিন্তার ভাজ ফেলেছে ব্যবসায়ীসহ সকল স্তরের মানুষের। ট্রাফিক জ্যামের কারণে বিঘ্নিত হচ্ছে পর্যটকদের চলাচল। এজন্য অধিকাংশই দায়ী করেছে নিয়ন্ত্রণহীন মিশুক, টমটম ও প্রশিক্ষণবিহীন চালকদের অদক্ষতাকে।
কক্সবাজারে প্রশাসনের নাকের ডগায় কক্সবাজারের পরিবেশ বিনষ্ট হচ্ছে। গ্র্যাজুয়েট প্রেস ক্লাবের সাংবাদিকরা যদি সকল রক্তচক্ষুকে উপেক্ষা করে সত্যের পথে লিখনির মাধ্যমে সবকিছু তুলে ধরতে পারে তাহলে মুক্তি আসবে।
এতে উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে কক্সবাজারকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করে পুলিশের সংখ্যা বৃদ্ধি করার পরামর্শ দেন।
এতে আরো বক্তব্য রাখেনবএবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর কাসেম, কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, কক্সবাজার চেম্বার অব কর্মাসের সভাপতি আবু মোরশেদ চৌধুরী খোকা, এবি পার্টির কক্সবাজার জেলা আহবায়ক এডভোকেট এনামুল হক সিকদা ও আরটিভির সিনিয়র সাংবাদিক সাইফুর রহমান শাহীন।
এই উন্মুক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জলবায়ু বিষয়ক সেল-সম্পাদক ও গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ন সদস্য সচিব শাহরিয়ার মোহাম্মদ ইয়ামিন, ট্যুয়াকের সেক্রেটারি আনোয়ার কামাল, ট্যুয়াকের ভারপ্রাপ্ত সভাপতি এম এম সাদেক লাবু, কক্সবাজার ও সেন্টমার্টিন রিলেটেড স্টিয়ারিং (টোয়াব) কমিটির চেয়ারম্যান ও ট্যুয়াকের উপদেষ্টা এস.এম কিবরিয়া খান, হোটেল রিসোর্স মালিক সমিতি কলাতলীর সাধারণ সম্পাদক মুকিম খান, জেলা এনসিপির নেতা ও সিটি কলেজের সহ: অধ্যাপক আবছার সিকদার, এনসিপি কক্সবাজার জেলার সমন্বয়ক ও সিটি কলেজের সহ-অধ্যাপক ওমর ফারুক, কক্সবাজার জেলা প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ বেলালসহ প্রমূখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, গ্র্যাজুয়েট ক্লাবের সদস্য সচিব এরফান হোছাইন, অন্তর দে বিশাল, রাশেদুল ইসলাম, সদস্য আনোয়ার হোসেন, আনোয়ার হোছাইন বাপ্পী, আবুল কাসেম, এ. এম. এমরান আহমেদ, জয় বৈদ্য, সাইফুল ইসলাম, রিদওয়ানুল হক জিসান, নুরুল ইসলাম, সাইফুল ইসলাম সাইফ, সাজিন, মু: আলম, জুনাইদ, বিজয়, জাবেদুল আনোয়ার প্রমুখসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের বিভিন্ন ব্যক্তিবর্গ ।