বাড়িবাংলাদেশেবরিশাল বিভাগলালমোহন পৌরসভা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল 

লালমোহন পৌরসভা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল 

অপু হাসান, লালমোহন(ভোলা)নিজস্ব প্রতিনিধি

ভোলার লালমোহন উপজেলায় বিএনপির উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে লালমোহন পৌরসভার ১, ২, ১১ ও ১২ নম্বর ওয়ার্ড শাখা বিএনপির আয়োজনে  পৌরসভার ১নং ওয়ার্ডের মারকাজুল উলুম কওমি মাদ্রাসার মাঠে এ আলোচনা সভা, দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়।

এ সময় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ভোলা-৩ আসনের সাবেক এমপি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের (বীরবিক্রম) সুস্থতার সঙ্গে দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

এ সময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির আহ্বায়ক ছাদেক মিয়া ঝান্টু, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, সোহেল আজিজ শাহিন, সফিউল্লাহ হাওলাদার, পৌরসভা বিএনপির সদস্য সচিব জাকির ইমরান, যুগ্ন আহবায়ক মিজান হাওলাদারসহ উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments