
মো: নাসিরুল ইসলাম , ফুলতলা(খুলনা)বিশেষ প্রতিনিধি
২১ মার্চ বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪নং ওয়ার্ড খানজাহান আলী থানা কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ফুলতলা উপজেলার সাবেক ভাইচ চেয়ারম্যান অধ্যক্ষ গাউসুল আযম হাদি স্যার এ সময় আগামির বাংলাদেশকে একটি ইসলামি রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করা যায় কিনা সকল শ্রেণির লোকের মাঝে প্রশ্ন ছুড়ে দেন। প্রশ্নের উত্তরে দলমত নির্বিশেষে সকল শ্রেণির লোক ইসলামিক রাষ্ট্র গঠনের পক্ষে সহমত পোষন করেন। ফিলিস্তন রাষ্ট্র সহ সকল ইসলামিক রাষ্ট্রের জন্য পরম করুণাময় আল্লাহর নিকট দোআ প্রার্থণা করেন। অনুষ্ঠানে দিনমজুর, ব্যবসায়ী, চাকরিজীবী, শিক্ষক সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।