
মাজহারুল ইসলাম সাব্বির,বিশ্বনাথ(সিলেট)নিজস্ব প্রতিনিধি::
খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিষ্ট সরকারের পতন হয়েছে। এই গণ গণঅভ্যুত্থানকে যারা বিপ্লব হিসেবে রাঙ্গাবার চেষ্ঠা করছেন এটা আসলে ভূল। এই গণঅভ্যুত্থান ২য় স্বাধীনতা হিসেবে উদযাপন করছেন এটা একটা ভূল রাজনীতি। একটা দেশ বারবার স্বাধীন হয়না। তিনি বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি। নানান ঘাত প্রতিঘাত পেরিয়ে ২০২৪ সালের ৫ আগস্ট একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিষ্ট সরকারের পতনের মধ্য দিয়ে ছাত্র-জনতা, সকল রাজনৈতিক দলের সমন্বয়ে গণঅভ্যুত্থানের একটি সরকারের পতন হয়। এর মালিকানা কতিপয় কোন ব্যক্তির নয়, কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রেরও নয়। এর মালিকানা সমস্থ জনগণের। তিনি রবিবার (২৩ মার্চ) উপজেলা মডেল মসজিদ হলরুমে বিশ্বনাথ উপজেলা খেলাফত মজলিস আয়োজিত ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।